আরিয়ান খান মাদক মামলায় নয়া মোড়, চার্জশিট পেশ করতে ৩ মাস সময় চাইল এনসিবি

বলিউডের সবথেকে চর্চিত কাহিনির অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। প্রমোদতরীর মাদক কান্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হয়েছিল আরিয়ান খানকে।  কিছুদিন আগেই মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। ফের চর্চায় আরিয়ান খান মাদক কান্ড। এনসিবি সূত্রে জানা গিয়েছিল  মাদক মামলায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট দিতে চলেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সূত্র থেকে জানা গেছে, তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানায় এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। সেই ২ রা অক্টোবরের ঘটনার চার্জশিট পেশ করতে আরও তিনমাস বাড়তি সময় চাইল এনসিবি। এদিন মুম্বইয়ের সেশেন কোর্টে বাড়তি সময়ের আবেদন জানিয়েছে এনসিবি। আগামী ২ রা এপ্রিল এই মামলার চার্জশিট পেশ করার সময় ছিল। কিন্তু তা আর হবে না।

Riya Das | Published : Mar 29, 2022 4:58 AM IST

বলিউডের সবথেকে চর্চিত কাহিনির অন্যতম হল মাদক মামলায় শাহরুখ পুত্র আরিয়ান খানের গ্রেফতারি। প্রমোদতরীর মাদক কান্ডে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেলের বদ্ধ কুটুরিতে থাকতে হয়েছিল আরিয়ান খানকে।  কিছুদিন আগেই মাদক মামলায় বড়সড় স্বস্তি পেয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খান। ফের চর্চায় আরিয়ান খান মাদক কান্ড। এনসিবি সূত্রে জানা গিয়েছিল  মাদক মামলায় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানকে ক্লিনচিট দিতে চলেছিল কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। সূত্র থেকে জানা গেছে, তদন্তকারী সংস্থা বিবৃতি দিয়ে জানায় এখনও তদন্ত প্রক্রিয়া শেষ হয়নি। সেই ২ রা অক্টোবরের ঘটনার চার্জশিট পেশ করতে আরও তিনমাস বাড়তি সময় চাইল এনসিবি। এদিন মুম্বইয়ের সেশেন কোর্টে বাড়তি সময়ের আবেদন জানিয়েছে এনসিবি। আগামী ২ রা এপ্রিল এই মামলার চার্জশিট পেশ করার সময় ছিল। কিন্তু তা আর হবে না।

মাদককান্ডে ছাড়া পেলেও প্রতি শুক্রবারই এনসিবি অফিসে হাজিরা দিতে যেতে হতো শাহরুখ পুত্র আরিয়ান খানকে। এমনকী নিজের জন্মদিনের দিনও তেমনটাই ঘটেছিল আরিয়ানের সঙ্গে।  তারপর মুম্বইয়ের এনসিবি অফিসে সাপ্তাহিক হাজিরা না দেওয়ার আবেদন জানিয়েছিলেন বম্বে হাইকোর্টের কাছে। আরিয়ানের জামিনের শর্তে বেশ কিছু রদবদল আনা হয়েছে। জানানো হয়েছিল, এনসিবি-র পক্ষ থেকে আরিয়ানকে ডেকে পাঠানো হলে, হাজিরার আর কোনও প্রয়োজন নেই। এনসিবি-র পক্ষ থেকে ডাক পড়লে দিল্লিতে এনসিবি-র  সদর দফতরে কিংবা মুম্বইতে যেতে হবে আরিয়ান খানকে। তবে ৪৮ ঘন্টা আগে আরিয়ানকে জানিয়ে দেওয়া হবে। তবে এনসিবি-র প্রয়োজন হলেই হাজিরার জন্য ডাক পড়তে পারে আরিয়ানের।

Latest Videos

 

 

 ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছে শাহরুখ  খানের ছেলে আরিয়ান খান । সূত্রের খবর, খুব শীঘ্রই বলিউডে ডেবিউ করতে চলেছেন ২৪ বছরের আরিয়ান খান। সূত্রের খবর, বাবা শাহরুখের পথেই হাঁটতে চলেছেন আরিয়ান খান। নিজের বলি কেরিয়ার শীঘ্রই শুরু করতে চলেছেন আরিয়ান  খান। শোনা যাচ্ছ,শাহরুখ খানের মতো ক্যামেরার সামনে নয় বরং ক্যামেরার পিছনে কাজ করতে চলেছেন আরিয়ান খান। শীঘ্রই বলি কেরিয়ারে অভিষেক হতে চলেছে আরিয়ান খানের। ঘনিষ্ঠ সূত্র বলছে, লেখক হিসেবে নিজের কেরিয়ার শুরু করবেন আরিয়ান খান। একটি ওয়েব সিরিজের জন্য গল্প লিখছেন শাহরুখ পুত্র। এর পাশাপাশি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নিয়েও কাজ শুরু করেছেন আরিয়ান। তবে ওটিটি-র জন্য যে গল্পটি লিখতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে তার অনুমোদন পাওয়া নিয়ে কথা চলছে। এছাড়াও সিনেমার জন্য যে গল্প লিখছেন তা প্রযোজনা করবে শাহরুখ-গৌরীর রেড চিলিজ। সূত্রের খবর, বলিউডের কিছু নাম করা প্রযোজক সংস্থার সঙ্গে কাজ করেই নাকি সিনেমা বানানোর হাতেখড়ি দিতে চলেছেন আরিয়ান খান। প্রতিবেদন অনুসারে আরও জানা গেছে সিনেমা বানানোর ওয়ার্কশপের জন্য আরিয়ানের বিদেশে যাওয়ারও কথা ছিল। কিন্তু মাদক মামলায়া তা আর হল না। হলিউডের বড় প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করে দেশে ফেরার পরিকল্পনা করেছিলেন আরিয়ান খান। কিন্তু মাদক মামলায় নিজের পাসপোর্টও জমা রাখতে হয়েছে এনসিবি-র  দফতরে। সুতরাং এই মুহূর্তে বিদেশে যাওয়ার কোনও সুযোগই নেই। মাদক মামলায় নিজের ছেলে আরিয়ানের কেরিয়ারে যাতে কোনও প্রভাব ফেলতে না পারে তার জন্যই এবার অন্য ব্যবস্থা করতে চলেছেন শাহরুখ খান। বাবা শাহরুখ ঠিক করেছেন, ভারত থেকেই ফিল্মের ওয়ার্কশপ করবে আরিয়ান খান । সূত্রের খবর,  ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রযোজনা সংস্থার সঙ্গে কথাও বলে নিয়েছেন যার মধ্যে রয়েছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন ও আদিত্য চোপড়ার যশরাজ প্রোডাকশন হাউস। এই বিগ ব্যানারের দুই প্রোডাকশন হাউসের সঙ্গে কাজ শুরু করতে চলেছেন আরিয়ান খান।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ষড়যন্ত্র করে আমাকে গ্রেফতার করা হয়েছিল' জেল থেকে ছাড়া পেয়েই পাল্টা অভিযোগ Kalatan Dasgupta-র
পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'মমতা কাছে বাংলাকে স্বাধীন ঘোষণার অনুরোধ জসীমউদ্দিনের' আশঙ্কা প্রকাশ করে দেখুন কী বললেন সুকান্ত
‘সমস্যা সমাধান না করলে আরও বড় আন্দোলনে যাবো!’ সাবওয়ের দাবিতে তৃণমূলের তীব্র বিক্ষোভ! | Singur News
অভয়া কাণ্ডের দ্রুত বিচারের দাবি জুনিয়র ডাক্তারদের! স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত মিছিল