কাটআউট পোশাকে বেরিয়ে স্তনের একাংশ, সিকিউরিটির সঙ্গে বিবাদে জড়িয়ে ফের শিরোনামে উরফি

Published : Mar 29, 2022, 08:46 AM ISTUpdated : Mar 29, 2022, 08:48 AM IST
কাটআউট পোশাকে বেরিয়ে স্তনের একাংশ, সিকিউরিটির সঙ্গে বিবাদে জড়িয়ে ফের শিরোনামে উরফি

সংক্ষিপ্ত

উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা বায়নাক্কা যেন থামবার নয়, প্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে  তার এই প্রয়াস তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের।  সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় কাটআউট পোশাকে দেখা গেল উরফি জাভেদ। কাটআউট পোশাকের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে স্তনের একাংশ থেকে উন্মুক্ত নাভি। তবে পোশাকের কারণে নয়, এবার সিকিউরিটি গার্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন উরফি জাভেদ। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

উরফি জাভেদ, নামটার সঙ্গেই যেন বিতর্ক ওতপ্রোতভাবে জড়িত। তারা বায়নাক্কা যেন থামবার নয়, প্রতিদিনই নয়া নয়া বিতর্কে শিরোনামে উঠে আসেন উরফি জাভেদ। আসলে লাইমলাইটে থাকার জন্যই যে  তার এই প্রয়াস তা আর বুঝতে বাকি নেই নেটিজেনদের।  সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় কাটআউট পোশাকে দেখা গেল উরফি জাভেদ। কাটআউট পোশাকের ফাঁক দিয়ে বেরিয়ে রয়েছে স্তনের একাংশ থেকে উন্মুক্ত নাভি। তবে পোশাকের কারণে নয়, এবার সিকিউরিটি গার্ডের সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়লেন উরফি জাভেদ। যা নিয়ে জোর শোরগোল পড়ে গিয়েছে নেটদুনিয়ায়।

একটি অ্যাপয়েন্টমেন্টে ঢোকার আগেই সেখানকার নিরাপত্তারক্ষী আটকে দেয় উরফিকে। সেখান থেকেই বিতর্কের শুরু। উরফিকে দেখা মাত্রই ঘিরে ধরেন পাপারাৎজিরা। কারণ নেটদুনিয়ার হট সেনসেশনের উপর সর্বদাই নজর রয়েছে পাপারাৎজিদের। ঠিক সেইমতো উরফিকে দেখে পোজ দিতে বলেন পাপারাৎজিরা। কিন্তু অ্যাপয়েন্টেমেন্টে ঢোকার মুখে বাঁধা দেয় সিকিউরিটি গার্ড। উরফি রেগে আগুন হয়ে গিয়ে অশ্লীল শব্দের প্রয়োগ করে বেরিয়ে যাওয়ার হুমকি দেন সিকিউরিটি গার্ডকে। এমনকী পাপারাৎজিদেরও যে তাদের যোগ্য সম্মান দেওয়া হচ্ছে না তা নিয়েও সুর চড়াতে দেখা যায়। ঝড়ের গতিতে উরফির এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

 

হাই হিল জুতো, কাটআউট পোশাকে বেরিয়ে স্তন থেকে নাভি। মাথায় উঁচু করে বাধা বান যেখানে রয়েছে একগুচ্ছ সেফটিপিন। উরফির এই অদ্ভুত স্টাইল স্টেটমেন্ট দেখেও ধেয়ে এসেছে অশ্লীল মন্তব্য। সিকিউরিটি গার্ডের সঙ্গে অশ্লীল ভাষা ব্যবহার করায় নেটিজেনরাও গর্জে উঠেছেন। আসলে বিতর্ক যে তার পিছু ছাড়বে না তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন উরফি জাভেদ। নেটপাড়ার হট সেনসেশনের বোল্ডনেসে কাঁপছে সোশ্যাল মিডিয়া। অন্তর্বাস পরতে যে মোটেই পছন্দ করেন না সেটাই যেন ক্রমশ স্পষ্ট।  যদিও এটা নতুন কিছু নয়। অভিনয় না করেও কীভাবে সংবাদের শিরোনামে থাকা যায়, তা বোধহয় উরফির (Urfi Javed) থেকে ভাল কেউই জানেন না। তিনি না থাকলে হয়তো সেটা জানাও সম্ভব হতো না। তার কোনও পোশাক পরা মানেই সেটা হট ভাইরাল। উরফি জাভেদের সঙ্গে কন্ট্রোভার্সি যে ওতপ্রোত ভাবে জড়িত তা প্রায় সকলেরই জানা।  কোনও না কোনও কারণে তিনি বিতর্কে জড়িয়ে পড়েন হামেশাই। শরীরের একাংশই প্রায় উন্মুক্ত। খোলামেলা শরীরে  ছবি পোস্ট করতেই চরম ট্রোলের মুখে পড়লেন উরফি জাভেদ। কারণ ট্রোলড হওয়াটা নিত্যনৈমিত্তিক ব্যাপার। প্রতি মুহূর্তেই  উরফিকে ঘিরে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। এবারও তার অন্যথা হল না।  সাহসী খোলামেলা পোশাকে সর্বদাই নেটপাড়ায় উত্তেজনা ধরে রাখছেন উরফি জাভেদ ।  প্রতিদিনই উদ্ভট ফ্যাশন সেন্সে নিজেকে মেলে ধরছেন উরফি জাভেদ। যা তাকে খবরের শিরোনামে নিয়ে আসছে। কোনওভাবেই যেন তিনি থামবেন না, কিংবা তাকে যে থামানো যাবে না । 


 

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত