মুম্বইয়ে চিরুনি তল্লাশি, মাদক চক্রের খোঁজে তিন ঘাঁটিতে এনসিবি

  • মাদকচক্রে জড়াচ্ছে একে একে বলিউড তারকাদের নাম
  • জোর কদমে চলছে এনসিবি-র তদন্ত
  • মুম্বইতে চলছে চিরুনি তল্লাসি
  • মাদক চক্রের খোঁজে মুম্বইয়ের আরও তিনটি জায়গায় রেড চলবে এনসিবি-র

মাদকচক্রে ক্রমশ জড়াচ্ছে বলিউড। একে একে নাম উঠে এসেছে সারা আলি খান, রাকুল প্রীত সিং, শ্রদ্ধা কাপুরের। সেই তালিকায় দীপিকা পাডুকোনের নাম উঠে আসতেই অবাক বিনোদন মহল। জোর কদম চলছে এনসিবির তদন্ত। এবার মুম্বইয়ের তিনটি বিশেষ জায়গায় তল্লাসি চালাবে নার্কোটিকস কন্ট্রোল বিউরিও-র জোনাল ইউনিট টিম। সেই জায়গাগুলি মাদকচক্রের ঘাঁটি বলেই সন্দেহ করছে এনসিবি। প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার মাদকচক্রে উঠে এসেছে দীপিকার নাম। 

আরও পড়ুনঃসঙ্গীত জগতের এক যুগের অবসান, এসপি বালাসুব্রমণিয়মের প্রয়াণে বলিুডের শোকপ্রকাশ

Latest Videos

এর আগে মাদকচক্রে নাম জড়িয়েছিল সারা আলি খান, রাকুল প্রীত সিং এবং শ্রদ্ধা কাপুরের নাম। দীপিকার চ্যাট সম্প্রতি প্রকাশ্যে আসে যেখানে তিনি মাদকের বিষয় নানা কথা বলেছেন বলেই জানা যায়। এই চারজন অভিনেত্রীকে সমন পাঠালো NCB. এনসিবির দ্বোরগোড়ায় এবার বলিউডের প্রথন সারির নায়িকারা। দীপিকা যে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় উঠে আসা মাদকচক্রে জড়িয়ে যাবেন তা তাঁর ভক্তরা দুঃস্বপ্নেও কল্পনা করেনি। দীপিকার যে সমস্ত চ্যাট ফাঁস হয়। 

আরও পড়ুনঃমারাঠি সাজে 'ক্লাসিক' দর্শনা, তবে কি মুম্বইয়ে প্রস্তাব বঙ্গতনয়ার ঝুলিতে

সেখানে তাঁকে হ্যাশ এবং গাঁজার সম্বন্ধে কথা বলতে দেখা যায়। এই চ্যাট প্রকাশ্যে আসতেই বিষয়টি নিয়ে আরও তৎপর হয় এনসিবি। এতদিন সারা আলি খান, রাকুল প্রীত সিংয়ের নামই শোনা গিয়েছিল মাদকচক্রের তালিকায়। হঠাৎ এনাদের নামের পরই শ্রদ্ধা কাপুর ও দীপিকার নাম বিস্ফোরণের মত বেরিয়ে আসে। নার্কোটিকসের খপ্পড়ে বলিউডের তাবড় অভিনেত্রীরা। এই অভিনেত্রীরা সত্যিই মাদক সেবন করেন কি না সে বিষয় খতিয়ে দেখছে নার্কোটিকস কন্ট্রোল বিউরিও।

আরও পড়ুনঃটেলিপর্দায় টলিউড অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত, আসছে 'জীবন সাথী'

 

 

Share this article
click me!

Latest Videos

নিজের জন্য ভাবেননি, ভেবেছিলেন গোটা দেশের জন্য : মোদী | PM Modi on Netaji | Netaji Birthday |
'একত্রিত হতে হবেই, ওরা ৫০ পেরলেই শরিয়া আইন চালু করবে' গর্জে উঠলেন শুভেন্দু | Suvendu Adhikari | News
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি