২০০ কোটির স্বপ্নের 'মন্নত' কত টাকায় বিক্রি করছেন শাহরুখ, জবাবে কী বললেন বাদশা

  • হাতে আর মাত্র ৪ দিন
  • অপেক্ষায় অধীর আগ্রহে দিনগুনছে বাদশার ভক্তরা
  • ভাই মন্নত বিক্রি করতে চলেছেন নাকি
  • অনুরাগীর এই প্রশ্নের সপাট জবাব দেন শাহরুখ

হাতে আর মাত্র ৪ দিন। তারপর বলিউডের কিং শাহরুখ খানের জন্মদিন। এই দিনটার জন্যই অধীর আগ্রহে বসে থাকেন কার ফ্যানেরা। ২রা নভেম্বর, কবে আসবে সেই  অপেক্ষায় অধীর আগ্রহে দিনগুনছে বাদশার ভক্তরা। এই কয়েকদিনের মধ্যেই   গতকাল অর্থাৎ মঙ্গলবার সকলকে চমকে দিয়ে টুইটারে হ্যাশট্যাগ আস্ক এসআরকে সেশন-এর আয়োজন করলেন শাহরুখ। সেখান থেকেই অনুরাগীদের যাবতীয় প্রশ্নের উত্তর দিলেন কিং খান।  বর্তমানে কেকেআর-এর সমর্থনে  আরব আমিরশাহিতে রয়েছেন বাদশা। 

 

Latest Videos

বড়পর্দা থেকে দূরে থাকলেও মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ার দৌলতে ভক্তদের সঙ্গে সরাসরি কথা বলেন শাহরুখ। সম্প্রতি টুইটারে থেকে শাহরুখের কাছে বেশ কিছু প্রশ্ন আসে। সেখানেই এক ব্যক্তি শাহরুখ খানকে প্রশ্ন করে, 'ভাই মন্নত বিক্রি করতে চলেছেন নাকি'?অনুরাগীর এই প্রশ্নের সপাট জবাব দেন শাহরুখ। তিনি সাফ  জানান,  'মন্নত বিক্রি করবার জিনিস নয়, বরং মাথানত করে সেটা চেয়ে নিতে হয়। আর সেটা মনে রাখলেই জীবনে কিছু করে দেখানো সম্ভব হয়। ' শাহরুখ লেখেন- 'ভাই মন্নত বিকতি নেই সর ঝুকা কর মাংগি যাতি হ্যায়… ইয়াদ রখোগে তো লাইফ মে কুছ পা সাকোগে'।

 

কিং খান মানেই বাড়তি উন্মাদনা। সারা দেশ জুড়ে যার কোটি কোটি  ভক্ত রয়েছে। কিছুদিন আগেই সবাইকে ছাপিয়ে সেরার সেরা শিরোপাও জিতেছেন বলিউড অভিনেতা শাহরুখ খান। তাকে নিয়েই দর্শকমনেই সবসময়েই উত্তেজনা রয়েছে। তার কোনও কিছু করা মানেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যা দেখতে রীতিমতো মুখিয়ে থাকে দর্শক। কিন্তু দীর্ঘদিন ধরেই তাকে আর বড়পর্দায় দেখা যায়না । দর্শকরা অধীর আগ্রহে বসে রয়েছে তার সিনেমার জন্য। গত বছর বলিউডের কিং খানের সময়টা যে খুব একটা ভাল যায়নি। তা সকলেই জানে। কারণ গত বছর শাহরুখের কোনও সিনেমাই মুক্তি পায়নি। বলি কেরিয়ার ভাটা পড়েছে বলেই মনে করছেন নেটিজেনরা। বলি অভিনেতা শাহরুখ খানের স্বপ্নের রাজপ্রসাদ 'মন্নত'। মুম্বইয়ের বান্দ্রার সবচেয়ে অভিজাত এলাকায় আরব সাগরের ধারে অবস্থিত এই বাংলো 'মন্নত' মায়ানগরীর অন্যতম আকর্ষন। 'মন্নত'-এর বর্তমান বাজারদর প্রায় ২০০ কোটি টাকা।

Share this article
click me!

Latest Videos

জামিন পেয়ে আজই জেল থেকে বেরলেন জ্যোতিপ্রিয় মল্লিক, দেখুন | Jyotipriya Mallick Bail | Bangla News
'IC কে বাধ্য করব মমতার পোষ্যদের গ্রেফতার করতে', দেশপ্রিয় পার্কে ঝাঁঝিয়ে উঠলেন Suvendu Adhikari
বৃহস্পতিবার ১৬ জানুয়ারি ৫ রাশির সম্পর্কে অশান্তির আশঙ্কা, দেখে নিন আজকের ১২ রাশির রাশিফল
কাঁপছে কালীঘাট! থানায় ঢুকে খেল দেখালেন শুভেন্দু! মমতার বিরুদ্ধে বিরাট পদক্ষেপ | Suvendu Adhikari
'ফিরহাদ হাকিমের পিএ কালী কোটি কোটি টাকা তোলে' বাঘাযতীনের ফ্লাট ভাঙার ঘটনায় বিস্ফোরক শুভেন্দু