ভারতীয় সেনার জীবনকাহিনি এবার তাঁদেরই মুখে, দেখুন 'রেজিমেন্ট ডায়রিজ'

Published : Oct 27, 2020, 11:22 PM IST
ভারতীয় সেনার জীবনকাহিনি এবার তাঁদেরই মুখে, দেখুন 'রেজিমেন্ট ডায়রিজ'

সংক্ষিপ্ত

আসছে 'রেজিমেন্ট ডায়রিজ' ভিন্ন ধারায় বলবে ভারতীয় সেনার গল্প রেজিমেন্টের প্রত্যেক সেনার অব্যক্ত জীবনকাহিনি ফুটে উঠবে টিভির পর্দায় দর্শকদের এক আলাদা জগতে নিয়ে যাবে 'রেজিমেন্ট ডায়রিজ'

ভারতীয় সেনার জীবনকাহিনি নিয়ে আসছে 'রেজিমেন্ট ডায়রিজ'। রেজিমেন্ট ডায়রিজের নতুন সিজনে ভারতীয় সেনারা নিজেদের জীবনকাহিনি আনছেন প্রকাশ্যে। এক একটি রেজিমেন্টের এক একজন সেনার অব্যক্ত কাহিনি ফুটে উঠবে টেলিভিশনের পর্দায়। আর পাঁচটি বিনোদনের অনুষ্ঠানের মত নয়। এই 'রেজিমেন্ট ডায়রিজ'র গল্প হল তাদের জীবনকাহিনির একটি একটি পর্যায়। 

কীভাবে তারা নিজেদের ঘাম রক্ত ঝড়িয়ে দেশের সেবা করে চলেছেন। সেই গল্পই ফুটে উঠবে। যুদ্ধক্ষেত্রের গল্প ছাড়াও রয়েছে তাদের নিত্যদিনের জীবনযাপন, পরিবারের কথা, নিজেদের মানসিকভাবে প্রতিদিন প্রস্তুত করা, তাদের জীবনকাহিনি বলবেন সেনারাই। বিনোদনের জগৎ থেকে খানিক ভিন্নতায় গিয়ে ভেবেছে রেজিমেন্ট ডায়রিজ। 

আরও পড়ুনঃমধুর মত মিষ্টি 'মোহর', পুজোর পর বাড়ল সোনামণির গ্ল্যামার, তবে কি নজর ঘুরবে 'শঙ্ক' স্যারের

ভারতীয় সেনাদের গল্প মানেই অতিরঞ্জিত আবেগ। যা দর্শকদের আবেগে ভাসিয়ে তোলে। তবে রেজিমেন্ট ডায়রিজে রয়েছে আলাদা গল্প। ভারতীয় সেনাবাহিনীর সত্যতাকে তুলে ধরা হয়েছে। শুরু হয়েছে রেজিমেন্ট ডায়রিজের এই সিজন। প্রতি মঙ্গলবার রাত ৮ টায় এপিক চ্যানেলে দেখানো হচ্ছে এই অনুষ্ঠান। বুধবার দুপুর ১২ টায় হবে রিপিট টেলিকাস্ট।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে