এবার এই নায়িকাতেই মজলেন অক্ষয়, শীঘ্রই দেখা মিলবে নতুন জুটির

Published : Sep 22, 2019, 05:00 PM ISTUpdated : Sep 22, 2019, 05:05 PM IST
এবার এই নায়িকাতেই মজলেন অক্ষয়, শীঘ্রই দেখা মিলবে নতুন জুটির

সংক্ষিপ্ত

অক্ষয় কুমারের বিপরীতে এবার বিটাউনে নতুন নায়িকা এই জুটিকে এবার দেখা যাবে মিউজিক ভিডিওতে বলিউড অভিনেত্রীর বোনকে নিয়ে জল্পনা তুঙ্গে শীঘ্রই শুরু হবে মিউজিক ভিডিওর কাজ    

একের পর এক প্রজেক্টের কাজ নিয়ে বেজায় ব্যস্ত এখন অক্ষয় কুমার। চলতি বছরে একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে একজন নয়, একধিক নায়িকাতে ভরপুর ছবি মিশন মঙ্গল-এর পর এবার অক্ষয় কুমারের বিপরীতে বলিউডে প্রথম পা রাখতে চলেছেন এই নায়িকা। 

আরও পড়ুনঃ পার্টিতে নেশা! অবশেষে নিজের বাড়ির বিতর্কিত পার্টি নিয়ে মুখ খুললেন করণ জোহার

তিনি হলেন কৃতি স্যাননের বোন নুপুর স্যানন। সম্প্রতিই একটি মিউজিক ভিডিও তৈরি করতে চলেছেন অক্ষয় কুমার। যেখানে থাকবেন গায়ক বি প্রিক। ভিডিও-র নাম ফিলহাল। সম্প্রতিই এই প্রজেক্ট নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নিলেন অক্ষয় কুমার। প্রস্তাব নুপুরের কাছে পৌছনো মাত্রই তিনি তা গ্রহণ করেন। 

আরও পড়ুনঃ সামনেই বাঘ-সিংহ-হরিণ, কেমন ছিল আলিয়ার আফ্রিকা সফর, দেখুন ভিডিও

সোশ্যাল মিডিয়ায় বিস্তারিত খবরসহ একটি পোস্ট করেন নুপুর। যেখানে দেখা যায় অক্ষয় কুমারের সঙ্গে তাঁকে। শীঘ্রই শুরু হবে এই মিউডিক ভিডিও-র কাজ। তবে নতুন এই জুটিকে একই সঙ্গে পর্দায় কেমন লাগবে তা নিয়েই এখন দর্শকদের কৌতুহল তুঙ্গে। 

 

 

সম্প্রতিই এই জুটিকে একই সঙ্গে দেখা গিয়েছিল মুম্বইয়ের সেন্ট জেভিয়রস কলেজে। রোম্যান্টিক এই গানটি লিখেছেন জানি। বিপ্রিকের সঙ্গে এর আগেও কাজ করেছেন অক্ষয় কুমার। তেরি মিট্টি গানটিও তাঁরই গাওয়া। এই ভিডিওতে দেখা যাবে পঞ্জাবী গায়ক অ্যামিকেও।  

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

'মদ খেয়েছিলেন, লাইফ জ্যাকেট পরতে রাজি হননি', জুবিনের মৃত্যুতে বিস্ফোরক দাবি সিঙ্গাপুর পুলিশের
মুম্বই-এ বোন নুপুরের রিসেপশন পার্টিতে উপস্থিত কৃতি, মুহূর্তে ভাইরাল হল ছবি