রোম্যান্সে মাখামাখি বরুণ-সারা, সুইমিং পুল থেকে বাথরুম, হট পোজে ভাইরাল সেলেব

Published : Dec 09, 2020, 01:44 PM IST
রোম্যান্সে মাখামাখি বরুণ-সারা, সুইমিং পুল থেকে বাথরুম, হট পোজে ভাইরাল সেলেব

সংক্ষিপ্ত

বরুণ ধাওয়ানের সঙ্গে নেট দুনিয়ায় ঝড় হট পোজে ভাইরাল সারা আলি খান মুহূর্তে ভিডিও ছড়িয়ে পড়ল নেট পাড়ায় কুলি নম্বর ওয়ান এর নয়া গানে বাজিমাত 

কুলি নম্বর ওয়ান সেটে নয়া লুকে সারা আলি খান। গোরিয়া চুরানা মেরা জিয়া গানে এবার উষ্ণতা ছড়িলেন বরুণ ও সারা আলি খান। এর আগে জুরুয়া ছবির রিমেকে নজর কেড়েছেন বরুণ ধাওয়ান, এবার একই ধাঁচে গোবিন্দার ছবিতে বলিউডের নয়া জুটি। যদিও নতুন গান এক কথায় বলতে গেলে জুরুয়া ছবির টাইটেল গানের মতই শ্যুট। নাচের ধরন থেকে সেট, তবে বারতি পাওনা বরুণ ও সারা রোম্যান্স। 

আরও পড়ুনঃ ট্যুইটারে রেকর্ড গড়ল বিরুষ্কার প্রেগন্যান্সির খবর, ২০২০-তে পেল সেরার শিরোপা

বুধবার মুক্তি পেল কুলি নম্বর ওয়ান ছবির গানের। সেখানেই নয়া লুকে ধরা দিলেন এই জুটি। একের পর এক স্টারেদের সঙ্গে কাজ করে চলেছেন সারা আলি খান। প্রথম ছবিতেই তিনি দেখিয়ে দিয়েছেন তাঁর অভিনয়ের দক্ষতা। কিন্তু পরবর্তী দুই ছবিতেই তেমন একটা সাফল্য দেখেননি সারা আলি খান। তাই এই চতুর্থ ছবি নিয়ে এখন বেজায় স্বপ্ন বুনছেন সইফ কন্যা। 

মুহূর্তে ভাইরাল হওয়া এই গানের গ্লিমস শেয়ার করলেন বরুণ ধাওয়ান। একের পর এক ছবি এখন পাইপলাইনে দুই তারকারই। সেই দিকে তাকিয়েই এখন দিন গুণছেন সারা আলি খান। কার্তিকের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে সাফ জানিয়ে দিয়েছিলেন, যে তাঁর পক্ষে এখন সম্পর্কে নজর দেওয়া সম্ভবপর নয়, কারণ তিনি এখন কেরিয়ারে মন দিতে চান। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?