সাদা মনোকিনিতে নিয়া, অভিনেত্রীর টোনড চেহারায় উত্তেজিত ভক্তরা

Published : Apr 12, 2020, 10:26 AM ISTUpdated : Apr 12, 2020, 10:43 AM IST
সাদা মনোকিনিতে নিয়া, অভিনেত্রীর টোনড চেহারায় উত্তেজিত ভক্তরা

সংক্ষিপ্ত

সাদা মনোকিনিতে ধরা দিলেন নিয়া শর্মা। লকডাউনে বসে ভক্তদের মন ভাল করার নয়া পন্থা নিয়ার। তাঁর টোনড চেহারায় অনুপ্রাণিত হয়ে চলেছে জেন ওয়াইয়ের অসংখ্য মেয়ে।

হিন্দি টেলি জগতে সবচেয়ে সাহসি অভিনেত্রী বলতে নিয়া শর্মার নামই সকলের আগে উঠে আসে। নীল রঙের লিপস্টিক কিংবা নিত্যনতুন ফ্যাশন ট্রেন্ড, হাজার ট্রোলার, হেটারসদের তোয়াক্কা না করেই আজও তাঁর সাহসিকতা পরিচয় দিয়েছেন নিয়া। সম্প্রতি সাদা রঙের মনোকিনিতে ধরা দিলেন অভিনেত্রী।

আরও পড়ুনঃঅন্ধকারে ঘুম থেকে আরশোলা, আলিয়া-রণবীর-শাহরুখ সহ বহু তারকার ভয়ের গোপন তথ্য ফাঁস

তাঁর টোনড চেহারা দেখে সকলের একটাই প্রশ্ন। এই চেহারার পিছনে আসল সিক্রেট কী। কমেন্ট সেকশনে নিয়াকে তাঁর ডায়েট নিয়ে প্রশ্ন করা শুরু করে দিয়েছে নেটিজেনরা। প্রসঙ্গত করোনা আতঙ্কে দিন কাটছে বিশ্ববাসীর। ভারতে আক্রান্তের সংখ্যা ছাঁড়িয়েছে সাত হাজার। সরকারের লকডাউনের সময়সীমা বাড়িয়ে করেছে হয়েছে একুশ দিন। তবে আরও বাড়তে পারে লকডাউনের সময়সীমা। এপ্রিলের ৩০ তারিখ পর্যন্ত চলতে পারে লকডাউন। 

আরও পড়ুনঃ'এ দেশ গরিবেরা চালিয়ে এসেছে, আর তাঁরাই চালাবেন', কঠিন পরিস্থিতিতে সরব আয়ুষ্মান

লকডাউনে মধ্যে দিনের পর দিন সতর্কবার্তা জারি করে চলেছে সরকার। সতর্ক করছেন তারকারাও। বিনোদন জগতের সকলেই সতর্ক করার এই বিষয় যথেষ্ট উদ্যোগ নিয়েছেন। নিত্যদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জনসাধারণকে লকডাউনের গুরুত্ব বোঝানোর চেষ্টা করছেন। তবে তার সঙ্গে চলছে বিনোদনের যোগানও। বলিউড তারকারা বাড়ির নানা ধরনের কাজ যেমন ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা, এ সমস্ত কাজের ভিডিও করে পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কে এই মল্লিকা প্রসাদ? রানী মুখার্জির মর্দানি ৩-এর নতুন ভিলেন ‘আম্মা’কে দেখলে চমকে যাবেন
দিশা পাটানির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এক পাঞ্জাবি গায়ক! কে এই তালবিন্দর?