শ্বশুরবাড়িতে নিকের প্রথম হোলি, রঙে ভেজা ছবি পোস্ট পিগি চপস

Published : Mar 10, 2020, 04:31 PM IST
শ্বশুরবাড়িতে নিকের প্রথম হোলি, রঙে ভেজা ছবি পোস্ট পিগি চপস

সংক্ষিপ্ত

হোলির রঙে রঙিন নিক-প্রিয়ঙ্কা বেশ কয়েকদিন ধরেই চলছে সেলিব্রেশন বাপের বাড়িতে প্রিয়ঙ্কার হোলি খেলা ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

বেশ কয়েকদিন ধরেই শুরু হয়েছে বলিউডের হোলি সেলিব্রেশন। ইশা আম্বানির পার্টি থেকে শুরু করে পারিবারিক আয়োজন, একের পর এক ছবি পোস্ট করেছেন তারকারা। বলিউডের হোলি সেলিব্রিশন মানেই সেখানে একাধিক রঙিন ছবির দেখা মেলা। কোথাও সকল তারকা এক সঙ্গে, কেউ আবার প্রিয়জনদের সঙ্গে রঙিন হয়ে ওঠেন এই দিনে। 

আরও পড়ুনঃহোলিতে নেট দুনিয়ায় সেলিব্রেশন, বলম পিচকারি গানের সঙ্গে নেচে ভাইরাল দীপিকা

 

 

আরও পড়ুনঃধর্ম নিয়ে মত রেখে নজর কাড়লেন অক্কি, শাহরুখের পর এবার শিরোনামে অক্ষয়

সেই তালিকা থেকে বাদ পড়েননি প্রিয়ঙ্কা চোপড়াও। নিককে নিয়ে সোজা হাজির হলেন বাপের বাড়ি। বর্তমানে পুনেতেই রয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে রয়েছেন নিকও। আম্বানি আয়োজিত পার্টিতে গালা হোলি সেলিব্রেশনে মেতে ছিলেন এই জুটি। সেখানের ছবি ইতিমধ্যেই নেট দুনিয়ায় ভাইরাল। তবে এবার হোলির দিন সেলিব্রেশনে মাতলেন নিক-প্রিয়ঙ্কা। 

 

 

বাড়িতেই রঙিন পার্টি। রঙে ভিজে দুই তারকা। হট প্যান্ট ও টি-তে এদিন পধরা দেয় প্রিয়ঙ্কার ভিন্ন লুক। পাশে নিককেও এক কথায় চেনা দায়। পাশাপাশি দুই তারকাকে সেলিব্রেশনে মাততে দেখে এক কথায় বেজায় খুশি ভক্তরা। ছবি শেয়ার করে এদিন প্রিয়ঙ্কা লেখেন- কয়েকদিন ধরেই রঙে রয়েছি আমরা ৷ এই হোলিও আমার কাছে খুবই স্পেশাল নিককে সঙ্গে পেয়ে৷ সবাইকে জানাই হোলির শুভেচ্ছা। 
 

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটের এই টিজার জুড়ে টান টান উত্তেজনা, মুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক
বক্স অফিসে 'ধুরন্ধর'-র ঝড়, জেনে নিন কোন অভিনেতা কত পারিশ্রমিক নিলেন, রইল তালিকা