জন্মদিনে চোখে জল নোরার, ফ্যান ক্লাবের উদ্যোগে কী উপহার পেলেন সেলেব

ভক্তের উদ্যোগে গর্ব নোরার, চোখে এলো তাঁর উপহার দেখে, কী এমন উদ্যোগ নিল নোরা ফাতেহি ফ্যান ক্লাব!

দিন দিন নোরার পার্ফেক্ট ফিগারের ঝড়ে বোল্ড আউট হচ্ছে সিনে দুনিয়া, বাঘা বাঘা সেলেবকে কড়া টক্কর দিয়ে নোরা একের পর এক পার্ফেক্ট ফ্রেমে ছবি পোস্ট করে ঝড় তুলছেন নেট দুনিয়ায়, ডান্স থেকে শুরু করে রূপ, স্টাইল, সবই যেন দিন দিন আরও সুন্দর হয়ে উঠছে তাঁর। বেলিডান্স বা আইটেম সং নয়, মাঝে মধ্যেই তাঁকে উপস্থিত থাকতে দেখা যায় বিভিন্ন ডান্স রিয়ালিটি শো-তে। সেখানেও তাঁর নাচের প্রসঙ্গ এক কথায় সকলের মুখে প্রশংসিত, নোরা (Nora Fatehi) ছোট থেকে বহু কঠিন পথ পেরিয়ে বিটাউনে নিজের জায়গা করে নিয়েছেন। আর বর্তমানে তাঁর একটি ডান্স সিনেমাকে (Nora Fatehi Dance ) দিয়ে থাকে অতিরিক্ত মাইলেজ। ঝড়ের গতীতে হয়ে ওঠে তা ভাইরাল (Viral Dance) । 

নোরা ফাতেহি (Nora Fatehi) বলিউডে (Bollywood)পা রেখেই যে নিজের পরিচিতি তৈরি করে ছিলেন এমনটা নয়। প্রথম থেকেই তাঁর ইচ্ছে ছিল অভিনেত্রী হওয়ার কিন্তু সুযোগ না মেলায় তিনি বিজ্ঞাপন থেকে শুরু করে ডান্স আইটেম, সবেতেই কাজ করেন। তবে প্রথমে পরিস্থিতির সঙ্গে বেজায় মোকাবিলা করতে হয়েছিল নোরাকে, তবে অভিনেত্রীর স্বপ্নপূরণ না হলেও, নোরার নাচের জন্য আজ তিনি গোটা দেশে ব্যপক জনপ্রিয়। আর তাঁর তাঁর জন্মদিন উপলক্ষ্যে ফ্যান ক্লাবের সেলিব্রেশনের বহারও কিছু কম থাকল না। 

Latest Videos

 

আরও পড়ুন- প্রথম লুকেই বাজিমাত অমিতাভের, বিটে বিটে হিট ঝুন্ড ছবির টিজার

আরও পড়ুন- 'দুটি গানে পারফর্ম করার সৌভাগ্য হয় আমার, যা আমার কাছে সম্পদ', লতা মঙ্গেশকর প্রয়াণে শোকজ্ঞাপন হেলেনের

আরও পড়ুন- কয়েক কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি গাড়ি-সহ কত পরিমাণ সম্পত্তি রেখে গেলেন লতা

ঝড়ের গতীতে ভাইরাল হওয়া এই সেলেবের হাতে এবার এমন এক জন্মদিনের উপহার পৌছল, যা দেখে রীতিমত চোখে জল, এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে দুস্থ ও রাস্তার শিশুদের এই বিশেষ দিনে নোরার নামে খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। প্রতিটা শিশুই নোরা ফাতেহিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। আর এই ভিডিও শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট করলেন নোরা ফাতেহি। ঝড়ের গতীতে তা হয়ে উঠল ভাইরাল। নোরা জানে স্টাগেল কাকে বলে! নোরার মত এমন বহু তারকাই রয়েছেন যাঁরা প্রথম জীবনে প্রতারিত হয়েছেন বিভিন্ন ভাবে। কখনও মেলেনি পরিশ্রমের টাকা, কখনও মেলেনি পরিচিতি। বর্তমানে সেই স্টারই বিটাউনে ঝড় তুলেছেন। তাঁর অনবদ্য লুক থেকে শুরু করে তাঁর শরীরী ভাঁজে আইটেম ডান্স, নোরা অভিনেত্রী হতে এসেছিলেন, সেই স্বপ্ন অধরা থাকলেও নাচের দুনিয়ায় তাঁকে বর্তমানের সুপারস্টার বললেন খুব একটা ভুল বলা হবে না।

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury