দ্বিতীয়বার গ্র্যামি জয় ভারতীয় বংশোদ্ভূত রিকি কেজের, প্রধানমন্ত্রী মোদীর প্রশংসায় আপ্লুত সঙ্গীত পরিচালক

লাসভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ড। আর এই গ্র্যামিক মঞ্চেই দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। এবারেও গ্র্যামির মঞ্চে সেরার মুকুট উঠল দুই ভারতীয়র। রবিবারের রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনা সাক্ষী থাকল সেই বিশেষ মুহূর্তে। বিশ্বের সেরা সঙ্গীতের মঞ্চে উড়ল ভারতের জাতীয় পতাকা। এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন  ভারতীয় মিউজিশান রিকি কেজ। বেস্ট নিউ এজ অ্যালবাম বিভাগে নিজের নতুন অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য রক লেজেন্ড স্টুয়ার্ট কোপেল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি কেজ। এবার সেই অ্যালব্যামের হাত ধরেই দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতলেন রিকি কেজ।

Riya Das | Published : Apr 5, 2022 5:14 AM IST

লাসভেগাসে অনুষ্ঠিত হয়ে গেল ৬৪ তম গ্র্যামি অ্যাওয়ার্ড। আর এই গ্র্যামিক মঞ্চেই দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন ভারতীয় মিউজিশান রিকি কেজ। এবারেও গ্র্যামির মঞ্চে সেরার মুকুট উঠল দুই ভারতীয়র। রবিবারের রাতে লাস ভেগাসের এমজিএম গ্র্যান্ড গার্ডেন এরিনা সাক্ষী থাকল সেই বিশেষ মুহূর্তে। বিশ্বের সেরা সঙ্গীতের মঞ্চে উড়ল ভারতের জাতীয় পতাকা। এই নিয়ে দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে নিলেন  ভারতীয় মিউজিশান রিকি কেজ। বেস্ট নিউ এজ অ্যালবাম বিভাগে নিজের নতুন অ্যালবাম 'ডিভাইন টাইডস'-এর জন্য রক লেজেন্ড স্টুয়ার্ট কোপেল্যান্ডের সঙ্গে জুটি বেঁধেছিলেন রিকি কেজ। এবার সেই অ্যালব্যামের হাত ধরেই দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতলেন রিকি কেজ।

 দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জয়ী রিকি কেজকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগামী দিনের পথচলা যেন আর ভাল হয় তার জন্যও অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর থেকে শুভেচ্ছা পেয়ে রীতিমতো আপ্লুত রিকি কেজ। টুইটারে  প্রধানমন্ত্রীর শুভেচ্ছা পেয়ে ধন্যবাদ জানিয়ে টুইটে লিখেছেন,  'আমি বাকরুদ্ধ! খোদ মাননীয় প্রধানমন্ত্রীর প্রশংসা পেয়ে। ধন্যবাদ নরেন্দ্রমোদি জি, আমি আশা করি আমি আপনাকে গর্বিত করেছি।  ৭ বছর আগে যখন আমি আমার প্রথম গ্র্যামি পুরস্কার জিতেছিলাম তখন আপনি আমাকে পরিবেশ সচেতনতায়  মানুষের  পাশে দাঁড়াতে পথ দেখিয়েছিলেন, এবং আমি আজ এখানে আছি আপনার আশীর্বাদের জন্য অসংখ্য ধন্যবাদ '। দেখে নিন টুইটি, 

 

দ্বিতীয়বার গ্র্যামি পুরস্কার জিতে রিকি কেজ নিজের সোশ্যাল মিডিয়ায় স্টুয়ার্টের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। যার ক্যাপশনে লিখেছেন,  'আমি ভীষণ ভাবে কৃতজ্ঞ যে আমাদের অ্যালবাম 'ডিভাইন টাইডস' গ্র্যামি অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। আমার পাশে দাঁড়িয়ে থাকা লেজেন্ড স্টুয়ার্ট কোপল্যান্ডকে আমি খুব ভালবাসি। শুধু তাই নয়, আমি তার পুরোটাই ভালবাসি। এটা আমার দ্বিতীয় গ্র্যামি পুরস্কার এবং স্টুয়ার্ট কোপল্যান্ডের ষষ্ঠতম বার '। রিকির এই পোস্টে শুভেচ্ছা ভরিয়ে দিয়েছেন ভক্তরা।

 

 

উল্লেখ্য, এর আগে ২০১৫ সালে প্রথমবার গ্র্যামি পুরস্কার জিতেছিলেন রিকি কেজ। তার অ্যলবাম '  উইন্ডস অফ সামসারা'-র জন্য বেস্ট নিউ এজ বিভাগে গ্র্যামি পুরস্কার জিতে নিয়েছিলেন রিকি কেজ। মার্কিন যুক্তরাষ্ট্রে জন্ম হলেও বেশ কিছু বছর ধরে কাজের সূত্রে ভারতেই থাকেন রিকি কেজ। এমনকী গ্র্যামির মঞ্চে পুরস্কার নেওয়ার সময় শ্রোতা ও দর্শকদের হিন্দিতে নমস্তে বলেও সম্বোধন করেছেন  রিকি, যা মন কেড়েছে সকলের। দুই ভারতীয়র পাশাপাশি গ্র্যামির মঞ্চে এই প্রথমবার পাকিস্তানি মহিলা সেরা গ্লোবাল মিউজিক পারফরম্যান্স বিভাগে আরুজ আফতাব পুরস্কার জিতে নিয়েছেন। গ্র্যামির মঞ্চে নবীনদের পাশাপাশি মঞ্চ মাতিয়েছেন লেডি গাগা, বিটিএস-এর মতো তারকারা।

Read more Articles on
Share this article
click me!