সেক্স স্ক্যাম থেকে ব্ল্যাক ম্যাজিক, জীবন ধ্বংস করে দিয়েছেন শত্রুঘ্ন, বিস্ফোরক অভিযোগ পূজার

ফের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেতা তথা আসানসোলের সাংসদ   শত্রুঘ্ন সিনহা।  তবে এবার শুধু শত্রুঘ্ন  নয়, বরং অভিনেতার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে শত্রুঘ্নর নামে বিস্ফোরক অভিযোগ আনলেন পূজা। এই শত্রুঘ্নই নাকি তার কেরিয়ার ও জীবন ধ্বংস করার জন্য দায়ী। তিনি আরও দাবি করেন, শত্রুঘ্ন ও তার পরিবার অভিনেত্রীর সঙ্গে সেক্স স্ক্যাম করেছে। এখানেই শেষ নয়, শত্রুঘ্ন  ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন পূজা মিশ্র।

ফের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেতা তথা আসানসোলের সাংসদ   শত্রুঘ্ন সিনহা।  তবে এবার শুধু শত্রুঘ্ন  নয়, বরং অভিনেতার পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন বিগ বস-এর প্রাক্তন প্রতিযোগী পূজা মিশ্র। সম্প্রতি এক সাক্ষাৎকারে শত্রুঘ্নর নামে বিস্ফোরক অভিযোগ আনলেন পূজা। এই শত্রুঘ্নই নাকি তার কেরিয়ার ও জীবন ধ্বংস করার জন্য দায়ী। তিনি আরও দাবি করেন, শত্রুঘ্ন ও তার পরিবার অভিনেত্রীর সঙ্গে সেক্স স্ক্যাম করেছে। এখানেই শেষ নয়, শত্রুঘ্ন  ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন পূজা মিশ্র।

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী তথা বিগ বস প্রতিযোগী আরও বলেছেন শত্রুঘ্ন সিনহা নিজের মেয়ে সোনাক্ষীকে স্টার বানাতে আমার ভার্জিনিটি বেচে দিয়েছে। পূজা দাবি করেন, ১৭ বছর ধরে নাকি এসব সহ্য করে চলেছেন পূজা। তার জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে  সে এতদিন আত্মহত্যা করে নিত। বলিউডের একটি পরিবার শুধু আমার কেরিয়ারই নষ্ট করেনি বরং ব্যক্তিগত জীবন ও অর্থও ধ্বংস করেছে। শত্রুঘ্ন সিনহা ও আমার বাবা খুব ভাল বন্ধু ছিলেন। আমার বাবা আয়কর কমিশনার ছিলেন। ওকে এবং ওর  বন্ধুদের কোটি কোটি টাকা সাহায্য করে এসেছেন। গত ২০ বছর ধরে ও আমার পিছনে  লেগে রয়েছে। পূজা আরও বলেন, আমার বাবা যখন মুম্বইতে থাকতেন তখন পুনম সিনহা তার ব্রেনওয়াশ করে বলেন বলিউডে নাকি বেশ্যারা কাজ করে। ওরা এতটাই বড় দুমুখো?

Latest Videos

আরও পড়ুন-শেষমেষ কিনা কন্ডোম বিক্রি করছেন নুসরত, ধেয়ে এল নোংরা কটাক্ষ, জবাবে মুখ খুললেন নায়িকা

আরও পড়ুন-সর্বনাশ, হোটেলের ঘরে ডেকে উদ্দাম সঙ্গম, বলিউডের গোপন কেচ্ছা ফাঁস করলেন কঙ্গনা

আরও পড়ুন-সহবাস-রোম্যান্স তো অনেক হল, এবার কি অর্জুনের সঙ্গে সাতপাকে ঘুরতে চলেছেন মালাইকা আরোরা?

পূজা মিশ্র নিজের ক্ষোভ উগরে দিয়ে বলেন, ওরা এতটাই বেইমান যে, ওর নিজের মেয়ে সোনাক্ষী  সিনহা-ই এখন বলিউডে কাজ করে। এমনকী আমার রাস্তা বন্ধ করতেই আমার বাবার ব্রেন ওয়াশ করিয়েছেন ওরা।  ২০০৫ সালে রিটায়ারমেন্টের পর পুনে চলে যায় আমার বাব। তারপর থেকেই পুনম ও শত্রুঘ্ন আমার উপর ব্ল্যাক ম্যাজিক করত। এবং ওদের একটাই ভয় ছিল আমি যদি ফেমাস হয়ে যাই। এবং প্রতিবারই নিজেদের কার্যকলাপ শাহরুখ খান ও সলমনের নামে দাবি করে বলে ওরা নাকি এমনটা করেছে । এমনকী শত্রুঘ্ন একবার নিজের জন্মদিনের দিন মাদক খাইয়ে কালা জাদু করেছিলেন। সিনেমা থেকে আরও নানা জিনিস  চুরি করেছিল এই  শত্রুঘ্নর পরিবার। দাবাং ৩- যখন তৈরি হয়েছে তখনও আমাকে নেওয়ার কথা ছিল, তখনও আমাকে জোর করে ৬ মাসের জন্য রিহ্যাবে পাঠিয়েছিল ওরা। এমনকী মাদক খাইয়ে দেহ ব্যবসা করক ওরা। আমার শরীর বিক্রি করেই বড়লোক হয়েছে ওরা।  দীর্ঘ এতবছর ধরে এই অত্যাচার চলছে। সিনহা পরিবারের উপর পূজা মিশ্রর এই বিস্ফোরক অভিযোগ বিপুল ভাবে সাড়া ফেলেছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। 

 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari