নেটদুনিয়ার 'সেক্স বম্ব' পুনম, আবদ্ধ হলেন বিয়ের বন্ধবে

Published : Sep 11, 2020, 11:57 PM ISTUpdated : Sep 12, 2020, 03:32 AM IST
নেটদুনিয়ার 'সেক্স বম্ব' পুনম, আবদ্ধ হলেন বিয়ের বন্ধবে

সংক্ষিপ্ত

বিয়ের পিঁড়িতে পুনম পাণ্ডে নেটদুনিয়ার বম্বশেল এখন বিবাহিত মন ভেঙেছে হাজারও পুরুষের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বিয়ের ছবি

নেটদুনিয়ার সেনসেশন পুনম পাণ্ডে। হাজারও পুরুষ তাঁর যৌন আবেদনে পাগল। তাঁর সোশ্যাল মিডিয়ায় ফলোয়াড়ের সংখ্যা কেবল তাঁর যৌন আবেদনের কারণেই। নিত্যদিন কোনও না কোনও হট ছবি পোস্ট করে ভাইরাল হওয়াই তাঁর একমাত্র লক্ষ্য। সম্প্রতি বিয়ের বন্ধে আবদ্ধ হলেন তিনি। অভিনেত্রী তথা মডেলের সঙ্গে স্যাম আহমেদ বম্বের জুলাই নাগাদ বাগদান সারা হয়ে গিয়েছিল। 

আরও পড়ুনঃমনামির ফ্ল্যাট অ্যাবসে নজর নেটদুনিয়ার, একের পর এক ছবিতে চমক বং-ডিভার

এবার সেই সম্পর্ককে বিয়ের নাম দিলেন তাঁরা। মেহেন্দি থেকে শুরু করে বিয়ের বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাঁরা। লেহেঙ্গায় সেজে উঠেছিলেন বিয়ের দিন। স্মোকি আইজ মেকআপ এবং ন্যুড লিপসে তাঁকে অসামান্য দেখাচ্ছিল। অন্যদিকে ভারী গয়না বাড়িয়েছিল তাঁর সৌন্দর্য। সঙ্গে মাঙ্গটিকা, কালিরেও পরে দেখা গিয়েছে তাঁকে। 

আরও পড়ুনঃফের বলিউডে কোভিডের থাবা, অর্জুন-মালাইকার পর আক্রান্ত হলেন আফতাব

আরও পড়ুনঃডিসঅর্ডারে ভুগছেন মিমি, ভিডিও পোস্ট করতেই ভাইরাল হলেন নেটদুনিয়ায়

সাত পাকের সময় বিভিন্ন ক্যানডিড ছবিও শেয়ার করেছেন পুনম। যা এখন সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের অত্যন্ত পছন্দের ছবি হয়ে উঠেছে। পুনমের বিয়ে হয়ে যাওয়ায় ভেঙেছে অসংখ্য পুরুষের মন। তবে শুভেচ্ছাও জানিয়েছে তারা। পুনমের এই বিয়ের দিনের অপেক্ষায় বসেছিল তাঁর ভক্তরা। অবশেষে এই বিশেষ দিনটিতে পুনমের মতই খুশি হয়েছেন তারা।  

আরও পড়ুনঃডেট করার ইচ্ছা ঋতাভরীকে, ইন্টারনেট সেনসেশনের রয়েছে এই একটাই শর্ত

 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?