Bollywood Porn Case: সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে পুনম পাণ্ডে, আপাতত গ্রেফতারির ভয় নয়

পর্নোগ্রাফিকাণ্ডে পুনমকে গ্রেফতার নয়। সুপ্রিম কোর্টের রায়ে এবার বেজায় স্বস্তিতে বলিউড হট ডিভা পুনম। 

বলিউডে মাদক কাণ্ড (Bollywood Drug Case) ঠিক যেভাবে ঝড় তুলেছিল, বর্তমানে ঠিক এমনইভাবে খবরের শিরোনামে পর্নোগ্রাফি কাণ্ড (Bollywood Porn Case)। শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা এই কেসে গ্রেফতার হওয়ার পর থেকেই একের পর এক সেলেবের নাম জড়িয়েছে এই কান্ডে। সেই তালিকায় থাকা অন্যতম নাম হল পুনম পান্ডে (Poonam Pandey)  । তাঁর ভিডিও থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, সবটাই খুব স্পষ্ট ইঙ্গিত দিয়েছিল এই তদন্তের জল ঠিক কতটা গড়াতে পারে। সেই সূত্রেই গ্রেফতার হওয়ার সম্ভাবনা ছিল তুঙ্গে। পুনম সুপ্রিম কোর্টে এই মর্মে আবেদন করলে অবশেষে মেলে স্বস্তি। সুপ্রিম কোর্ট থেকে জানিয়ে দেওয়া হল, পুনমকে গ্রেফতার করা যাবে না। ফলে এখনই শ্রীঘরের ভয় নয়। যার জেরে বর্তমানে সুরক্ষিত পুনম। 

গত কয়েকবছর ধরেই নানান ঝড়ে জড়িয়ে পড়েছেন পুনম পান্ডে। বৈবাহিক জীবনে অশান্তি থেকে শুরু করে গার্হস্থ্য কলহ, শারীরিক নির্যাতন থেকে শুরু করে বিবাহ বিচ্ছেদ, সবটাই সামলে াসছেন পুনম। এরপরই নাম জড়িয়েছিল পর্নোগ্রাফি মামলায়। চলছিল জিজ্ঞাসাবাদ, বেশ কয়েকবার তাঁকে জেরাও করা হয়। তবে গ্রেফতার হওয়ার প্রসঙ্গ হঠার আগেই এবার সুপ্রিম কোর্টের রায়ে খানিক স্বস্তিতে পুনম। 

Latest Videos

আরও পড়ুন- Sara Ali Khan Maldives Video: মলদ্বীপ মেমরিতে বুঁদ সারা, স্মৃতিতে ভেসে অদেখা ভিডিও

আরও পড়ুন- Viral Malaika Arora: ঠিক যেন হলুদ পরী মালাইকা, গ্ল্যামারে দাপটে ঝলসে যাচ্ছে ফ্রেম

অন্যদিকে বেজায় মানসিকভাবে বিপর্যস্ত পুনম। সংসারে ধীরে ধীরে শুরু হয় ভাঙন, পুনম (Poonam Pandey)  স্থির করেছিলেন আর ফিরবেন না এই সম্পর্কে। বৈবাহিক জীবনে (Marriage Life) সুখে নেই পুনম (Poonam Pandey)। তার উত্তর বারে বারে মিলেছে। কয়েকদিন আগেই একটি পোস্ট শেয়ার করেছিলেন পুনম পান্ডে  (Poonam Pandey)  । তিনি লিখেছিলেন সেখানে, যে ''বিয়ে করার আগে একটি ব্যক্তিকে একটি কম্পিউটর ব্যবহার করতে দাও, যেখানে স্লো নেট থাকবে। তখনই সেই মানুষটিকে তুমি সঠিক চিনতে পারবে।'' এই কোট শেয়ার করা মাত্রই অনেকটা পরিষ্কার হয়েছিল, পুনম পান্ডে জীবনের বিশেষ মানুষটিকে বেছে নিতে সামান্য হলেও ভুল করেছে।  

বর্তমানে এই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন পুনম, মানসিক ভাবে তিনি বর্তমানে বিপর্যস্ত, তা নিজেই স্বীকার করেছেন, পাশাপাশি জানা যায় চলছে তাঁর থেরাপি। পরবর্তীতে তিনি কি কোনও সম্পর্কে যাবেন! এই প্রশ্ন করায়, সাফ উত্তর দিয়েছেন পুনম, জানিয়েছেন, পাঁচ বছরের অভিজ্ঞতায় বর্তমানে তিনি নাই বলবেন, কিন্তু আগে তার উত্তর যাই হোক না কেন, এখন তিনি সেই উত্তর আর দেবেন না। এখন তিনি সিঙ্গল লাইফই লিড করতে চান বলেও সাফ জানালেন। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari