করোনা প্রকোপের মাঝেই বাবাকে হারালেন প্রীতম, শোকাহত বলিউড

Published : May 27, 2020, 07:01 PM IST
করোনা প্রকোপের মাঝেই বাবাকে হারালেন প্রীতম, শোকাহত বলিউড

সংক্ষিপ্ত

করোনা প্রকোপের মধ্যে ফের দুঃসংবাদ বিনোদন জগতে লকডাউন মাঝেই বাবাকে হারালেন প্রীতম চক্রবর্তী পারকিনসন এবং অ্যালজেইমার রোগী ছিলেন প্রীতমের বাবা গত দুবছর ধরে হাসপাতালেই কেটেছিল তাঁর বাবার অধিকাংশ সময়

গত দুবছর পারকিনসন এবং অ্যালজেইমার রোগী ছিলেন প্রীতম চক্রবর্তীর বাবা প্রবোধ চক্রবর্তী। টানা দুবছর বেশিরভাগ সময় হাসপাতালেই চিকিৎসা চলত তাঁর। দীর্ঘ সময়ের লড়াইয়ের পর অবশেষে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রীতমের বাবা। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬। 

প্রীতমের ঘনিষ্ঠ সূত্র মারফত জানা গিয়েছে, শেষ মুহূর্ত প্রীতমের মা, বোন এবং তিনি সকলেই হাসপাতালে ছিলেন। দীর্ঘ দুবছর অত্যন্ত অসুস্থ ছিলেন প্রবোধ চক্রবর্তী। চিকিৎসা চললেও তেমনই তিনি শয্যাশায়ী থাকতেন দীর্ঘক্ষণ। লকডাউনের মাঝেও তাঁর চিকিৎসা সঠিকভাবেই চলছিল।

আরও পড়ুনঃ'আমি ক্যামেরা সেট করতেই ভাগ্যশ্রীকে টেনে চুমু খাবে', তিরিশ বছর পর বিস্ফোরক অভিনেত্রী

আরও পড়ুনঃ'বিরাট কোহলির অনুষ্কাকে ডিভোর্স দেওয়া উচিত', ভিডিওতে বিস্ফোরক বিজেপি এমএলএ নন্দকিশোর

অম্বোলিতে প্রীতমের বাবার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে তাঁর পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা ছাড়া আর কেউই উপস্থিত ছিলেন না। এই মুহূর্তে পরিস্থিতির যা অবস্থা তাতে সোশ্যাল ডিস্টেন্সিং ও অন্যান্য নিয়মকানুন মেনে চলার চেষ্টা করেছেন প্রীতম। প্রসঙ্গত, কবীর সিং পরিচালিত, রণবীর সিং অভিনীত ৮৩ তে সঙ্গীত পরিচালনা করছেন তিনি।   

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত