প্রিয়ঙ্কার পরিবারে এল নতুন অতিথি, ছবি নিয়ে তুমুল হইচই নেটপাড়ায়

Published : Mar 08, 2022, 06:37 PM IST
প্রিয়ঙ্কার পরিবারে এল নতুন অতিথি, ছবি নিয়ে তুমুল হইচই নেটপাড়ায়

সংক্ষিপ্ত

চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  গভীর রাতেই সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন।মা হওয়ার পর থেকে যেন আরও বেশি করে নেটিজেনদের নজরে রয়েছেন বলি তারকা। অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন। মেয়ে হওয়ার সুখবরের মধ্যে প্রিয়ঙ্কার পরিবারে এল নতুন সদস্য। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।  

চলতি বছরের  ২২ জানুয়ারি সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।  গভীর রাতেই সুখবর দিয়েছেন বলি অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন।মা হওয়ার পর থেকে যেন আরও বেশি করে নেটিজেনদের নজরে রয়েছেন বলি তারকা। অভিনেত্রীর প্রতিটা মুহূর্তের আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন। মেয়ে হওয়ার সুখবরের মধ্যে প্রিয়ঙ্কার পরিবারে এল নতুন সদস্য। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়।

সম্প্রতি লস অ্যাঞ্জেলসে নিজের বাড়ির ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । সেখানেই তার পোষ্য জিনোর সঙ্গে রয়েছে তার দুই সারমেয়। প্রিয়ঙ্কা যে কতটা কুকুর ভালবাসেন তা সকলেরই জানা। এমনকী প্রিয় পোষ্য জিনোর কথা অনুরাগীদের সকলেরই জানা। কিন্তু এবার প্রিয়ঙ্কার (Priyanka Chopra) পরিবারে এল আরও দুই সদস্য, যাদের নাম ডায়ানা আর পান্ডা। সোশ্যাল মিডিয়ায় প্রিয়ঙ্কা দুই পোষ্যর ছবি শেয়ার করেছেন এবং এর পাশাপাশি তাদের সম্বন্ধে কিছু তথ্যও শেয়ার করেছেন। অভিনেত্রী বলেছেন, তারা ডায়ানাকে রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছেন। এবং পান্ডার কথা শেয়ার করেছেন। এখন তারা  লস অ্যাঞ্জেলসের বাড়ির সুইমিংপুলে খেলে বেড়াচ্ছে। তারা কোনও কুকুর নয়, দুটো হাঁস।  ইতিমধ্যেই নতুন পোষ্যর ছবি ও ভিডিও নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে নেটিজেনদের   নিক ও প্রিয়ঙ্কাকে শুভেচ্ছা জানিয়েছেন। এবং ডায়ানাকে আশ্রয় দেওযার জন্য সকলেই তাদের ধন্যবাদ জানিয়েছেন। আপাতত ডায়ানা ও পান্ডা -ই এখন নেটদুনিয়ার হটকেক।

বছর ৪০ এর কোঠায় হলেও বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তা চোখে আঙুল দিয়ে প্রমাণ করে দিলেন বলিউডের দেশি গার্ল প্রিয়ঙ্কা  চোপড়া  (Priyanka Chopra) । সারোগেসির মাধ্যমে কন্যাসন্তানের মা হলেন প্রিয়ঙ্কা চোপড়া। মা  হওয়ার পর থেকেই প্রিয়ঙ্কাকে ঘিরে অনুরাগীদের কৌতুহল তুঙ্গে।  তাদের সন্তানকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা, এখানেই শেষ নয়, সন্তানের নাম কী রাখলেন, তাও বারবার জানতে চাইছেন। তবে নিক ও প্রিয়ঙ্কা মেয়ের পুরো বিষয়টাই গোপনীয়তার মধ্যে রাখতে চাইছেন। সূত্র থেকে আরও জানা গেছে, এপ্রিল মাসে সন্তানের জন্ম হবে ভেবে একাধিক ছবির কাজ হাতে নিয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra) । কিন্তু জানুয়ারি মাসেই সন্তান জন্মানোর ফলে পূর্ব পরিকল্পিত সমস্ত কাজ থেকে বিরতি নিয়েছেন নতুন মা। এমনকী পরবর্তী ছবির কাজও নাকি পিছিয়ে দিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া।


 

PREV
click me!

Recommended Stories

আমাকে একা রেখে চলে গেল... স্বামী ধর্মেন্দ্রর ৯০তম জন্মদিনে আবেগঘন হেমা মালিনীর
Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা