রঙের অছিলায় চরম ঘনিষ্ঠতা, কোমর থেকে বক্ষের মাঝে হাত ঢুকিয়ে পূজাকে রং মাখালেন কুণাল

হোলির উৎসবে মাতেন একাধিক তারকারা। এবার দোলের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায়  রিল ভিডিও শেয়ার করেছেন পূজা (Puja Banerjee) আর তা দেখেই দর দর করে ঘাম ঝরছে সাইবারবাসী। বসন্তের রং সারা শরীরে মেখে ভিডিও পোস্ট করেছেন পূজা। যেখানে দেখা যাচ্ছে সাদা লেহেঙ্গা চোলি, গলায় মোটা চোকার, খোলা চুলে রীতিমতো ঝড় তুলেছেন পূজা (Puja Banerjee)।  পিছন থেকে জড়িয় ধরে অভিনেত্রীর বুকে ও কোমরে রং লাগাচ্ছেন স্বামী কুণাল। রং দেওয়ার অছিলায় চরম ঘনিষ্ঠতা নজর কাড়তে আর কারোরই বাকি নেই। পূজা-কুণালের রঙের  এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

 সারা দেশ জুড়ে ধুমধাম করে পালিত হচ্ছে হোলি উৎসব। আকাশে-বাতাসে যেন রঙের মেলা বসেছে। বাঙালির বারো মাসে তোরো পর্বনের মধ্যে অন্যতম বড় উৎসব হল দোলযাত্রা উৎসব। ছোট থেকে বড় এই দিনটির জন্য অপেক্ষা করে থাকেন।  চলতি বছরে ১৮ মার্চ দোলযাত্রা উৎসব (Holi 2022) । বাঙালির দোল আর অবাঙালির হোলি, রঙের উৎসবে মেতে ওঠেন সকলেই। দোলের এই রঙে মানুষ এতটাই রঙিন হয়ে ওঠে, যে চেনা মানুষকেও চিনতে কষ্ট হয়ে যায়। বলিউডের হোলির উৎসবে মাতেন একাধিক তারকারা। এবার দোলের শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় বাঙালি অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায় ও কুণাল ভার্মা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায়  রিল ভিডিও শেয়ার করেছেন পূজা (Puja Banerjee) আর তা দেখেই দর দর করে ঘাম ঝরছে সাইবারবাসী।

বসন্তের রং সারা শরীরে মেখে ভিডিও পোস্ট করেছেন পূজা। যেখানে দেখা যাচ্ছে সাদা লেহেঙ্গা চোলি, গলায় মোটা চোকার, খোলা চুলে রীতিমতো ঝড় তুলেছেন পূজা (Puja Banerjee)।  পিছন থেকে জড়িয় ধরে অভিনেত্রীর বুকে ও কোমরে রং লাগাচ্ছেন স্বামী কুণাল। রং দেওয়ার অছিলায় চরম ঘনিষ্ঠতা নজর কাড়তে আর কারোরই বাকি নেই। পূজা-কুণালের রঙের  এই ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। 

Latest Videos

 

 

হোলি উৎসবে এত রোম্যান্টিক ভিডিও পোস্ট করা মাত্রই লাইকের সংখ্যা আকাশছোঁয়া। কমেন্টেও ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। নেটিজেনদের একজন কমেন্টে জানিয়েছেন, এত সেক্সি বউ পেলে আমিও এভাবেই রং মাখাতাম। আবার অন্য একজন নেটিজেন লিখেছেন, ফাটিয়ে দিয়েছ তোমরা। পূজা কুণালের হোলি স্পেশ্যাল রিল ভিডিওতে ভালবাসা উজাড় করে দিয়েছেন ভক্তরা। সম্প্রতি দোল উপলক্ষ্যে পূজা আর কুণালের মিউজিক ভিডিও প্রকাশ্যে এসেছে, হোলিয়া মে উড়েরে গুলাল, তারই ছোট্ট ক্লিপিংস শেয়ার করেই ভক্তদের রঙিন হোলির শুভেচ্ছা জানিয়েছেন।

 

 

আরও পড়ুন-লাল আবিরে রঙিন ভালবাসা, ভিকি-ক্যাটের প্রথম হোলি সেলিব্রেশনের ছবি ভাইরাল মুহূর্তে

আরও পড়ুন-ক্রপ টপের পাশ দিয়ে বেরিয়ে সুডৌল স্তন, টোনড ফিগারের হট কার্ভসে আগুন জ্বালালেন এষা

আরও পড়ুন-শাহরুখ -গৌরী থেকে সলমন, বলি সেলেবদের 'রং বরসে', হোলির রঙিন মুহূর্তে মাতল নেটপাড়া

 

গত বছরের শেষের দিকেই ১৫ নভেম্বর কুণাল ভার্মার সঙ্গেই সাতপাকে বাঁধা পড়েছেন পূজা বন্দ্যোপাধ্যায়। জমকালো বাঙালি বিয়ের আসর বসেছিল গোয়ায়। বিয়ের প্রতিটি ছবি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।  লকডাউনেই রেজিস্ট্রি করে বিয়ে সেরে নিয়েছিলেন এই জুটি। করোনাই বাঁধা হয়ে দাঁড়িয়েছিল তাদের সামাজিক বিয়েতে। কম অতিথি নিয়ে বিয়ে হোক এটা কখনওই চাননি, জাঁকজমক বিয়ে করারই ইচ্ছে ছিল  (Puja Banerjee) পূজা-কুণালের। ছেলে কৃশিবকে নিয়ে সেই ইচ্ছেপূরণ করেছেন তারকা দম্পতি। পূজা বন্দ্যোপাধ্যায়   ও কুণাল ভার্মা সর্বদাই রয়েছেন শিরোনামে। রেজিস্ট্রি করে বিয়ে করার পরেই অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পূজা। বেবিবাম্প থেকে বেবি সাওয়ারেরে প্রতিটি ছবি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন পূজা ও কুণাল ভার্মা। ছেলে হওয়ার পরেই হইচই -এর বিখ্যাত ওয়েব সিরিজ পাপ-এ র দ্বিতীয় পর্বের শুটিং সেরেছিলেন পূজা। সেইসময় ছোট ছেলেকে বাড়িত রেখে শুটিং করাটা ঠিক কতটা সমস্যার ছিল তা-ও জানিয়েছিলেন পূজা।
 

Share this article
click me!

Latest Videos

‘Bangladesh-কে মারতে হবে না চোখ দেখালেই যথেষ্ঠ’ বাংলাদেশকে ধুয়ে দিলেন Dilip Ghosh | Bangladesh News
Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
প্রেমের আড়ালে লক্ষাধিক টাকা লুঠ! প্রতারণার নেপথ্যে চাঞ্চল্যকর কাহিনি | South 24 Parganas News Today
‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar