হট অবতারে দিশা, সলমনের সঙ্গে ফ্লোর কাঁপিয়ে ডান্স, রাধে-র নয়া গান মুহূর্তে ভাইরাল

Published : Apr 26, 2021, 05:41 PM IST
হট অবতারে দিশা, সলমনের সঙ্গে ফ্লোর কাঁপিয়ে ডান্স, রাধে-র নয়া গান মুহূর্তে ভাইরাল

সংক্ষিপ্ত

দিশা পাটানির নয়া গানে ঝড় ট্রেলারের পর এবার মুক্তি পেল গান সিটি মার মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায় নয়া জুটির ঝড় 

২০১৯ থেকে রাধে ছবি ভক্তদের মনে ঝড় তুলেছে। আলিয়া ভাট ও সঞ্জয়লীলা বনশালির সঙ্গে জুটি ভেঙে যাওয়ার পরই রাধে ছবির কাজে হাত দিয়েছিলেন ভাইজান। জানিয়ে ছিলেন ২০২০ ইদেই হবে দেখা। কিন্তু তেমনটা আর ঘটেনি। ২০২০ শুরু থেকেউই করোনার কোপ গোটা দেশের ছবিটা পাল্টে দিয়েছিল। বন্ধ হয়েছিল সিনে দুনিয়া। 

আরও পড়ুন- করোনায় আক্রান্ত এবার বিজেপি সেলিব্রিটি প্রার্থী পার্ণো মিত্র, সোশ্যাল মিডিয়ায় টুইট করে জানালেন সংবাদ 

এরপর পরিস্থিতি খানিক স্বাভাবিক হতেই আবারও শুরু হয় ছবির শ্যুটিং। একের পর এক তারকারা ফিরতে থাকেন সেটে। সলমন খানও তড়িঘড়ি শুরু করেছিলেন ছবির কাজ। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউতেও একই ছবি। একের পর এক ছবি মুক্তি পিছিয়ে যেতে থাকে। তবে এবার আর নিজের কথার খেলাপ করলেন না সলমন খান। জানালেন ১৩ মে ইদ উপলক্ষেই মুক্তি পাবে রাধে ছবি। 

 

বৃহস্পতিবার বেলা ১১টাতেই মুক্তি পেয়েছিল এই ছবির ট্রেলার। ভাইজানের প্রিমিয়ার বলে কথা,  মুহূর্তে লাখের ওপর ভক্তরা ভিড় জমান এই ট্রেলার দেখার জন্য।  এবারও মুক্তি পেল সেই ছবির প্রথম গান সিটি মার। যেখানে অনবদ্য কেমিস্ট্রি ধরা পড়ল ফ্রেমে। ছবিতে এবার ভাইজানের বিপরীতে থাকবেন দিশা  পাটানি, পাশাপাশি দেখা যাবে জ্যাকি শ্রফকেও। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য