
২০২০ সালে বদলে গিয়েছিল সোনু সুদের চেনা লুক। সিনেমার পর্দা নয়, বাস্তব জীবনের সাধারন মানুষের চোখে হিরো হয়ে উঠেছিলেন তিনি। লকডাউনে পথে নেমে সাধারণের পাশে দাঁড়িয়েছিলেন সোনু। এক বছরের মাথাতেই সেই একই ভূমিকায় অভিনেতা।
আরও পড়ুন- সাহিত্য মহলে হানা করোনার দ্বিতীয় ঢেউয়ের, আক্রান্ত বুদ্ধদেব গুহ
বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউ ঝড় তুলছে গোটা দেশে। মহারাষ্ট্রের পরিস্থিতি খুবই খারাপ হয়ে উঠেছে। একের পর এক তারকা করোনায় আক্রান্ত হচ্ছেন রাতারাতি। সেই তালিকা থেকে বাদ পড়েননি মাসিহা সোনু। তবে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে থেকেও মানুষের পাশে দাড়াতে ভুললেন না তিনি। বেড থেকে শুরু করে ওষুধ সবটাই সাধ্যমত জোগাড় করেছেন। এবার এক তরুনির প্রাণ বাঁচাতে হয়ে উঠলেন মরিয়া।
২৫ বছরের এক তরুনী, করোনায় আক্রান্ত। ফুসফুসের অবস্থা বেজায় খারাপ। এই সময় বাঁচার একটাই রাস্তা খোলা রয়েছে, তা হল ফুসফুস প্রতিস্থাপন। আরএই ক্ষেত্রে মাত্র ২০ শতাংশ অপারেশন সফল হয়। তবুও সোনু সুদ দিয়েছিলেন অনুমতী, ডাক্তারকে জানিয়েছিলেন, মাত্র ২৫ বছর বয়স সে সামলে নেবে। এই খবর সামনে আসতেই আবারও প্রশংসায় পঞ্চমুখ নেট দুনিয়া।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।