শ্রীদেবী কন্য়া জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ রাজকুমার রাও

swaralipi dasgupta |  
Published : Jul 14, 2019, 02:54 PM IST
শ্রীদেবী কন্য়া জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ রাজকুমার রাও

সংক্ষিপ্ত

একটি ছবিতে অভিনয় করেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর ধড়ক ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন অনেকেই এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা রাজকুমার রাও

একটি ছবিতে অভিনয় করেই মানুষের মনে জায়গা করে নিয়েছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। ধড়ক ছবিতে তাঁর অভিনয়ের প্রশংসা করেছিলেন অনেকেই। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ হলেন অভিনেতা রাজকুমার রাও। 

রাজকুমারের সঙ্গে রুহি আফজা নামে একটি ছবিতে অভিনয় করতে চলেছেন জাহ্নবী। জাহ্নবীর পেশাদারিত্ব দেখেই মুগ্ধ হয়েছেন রাজকুমার। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এমনই জানা গিয়েছে। 

রুহি আফজা ছবির শ্যুটিং ইতিমধ্য়েই শুরু হয়ে গিয়েছে। আগ্রায় শ্য়ুটিং সেরে এবারে মানালিতে শ্যুটিং শুরু করবেন জাহ্নবী ও রাজকুমাররা। এই ছবির পরিচালনা করেছেন হার্দিক মেহতা। 

জাহ্নবীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে রাজকুমার রাও বলেছেন, জাহ্নবী অসাধারণ, ও খুবই কর্মঠ ও মন দিয়ে কাজ করে। ধড়কে আমরা যেটুকু দেখেছি তা হল জাহ্নবীর প্রতিভার একাংশ। ওর থেকেও বেশি প্রতিভা আছে ওর। 

রুহি আফজা ছবির প্রযোজনা করছেন দীনেশ বিজন ও মৃগদীপ সিং লাম্বা। এক গাইয়ে ভূতের গল্প নিয়ে তৈরি এই হরর কমেডি। ২০২০-র মার্চে এই ছবি মুক্তি পাবে। এই ছবিতে ফুকরে খ্যাত বরুণ শর্মাও অভিনয় করবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই মুহূর্তে রাজকুমার রাও তাঁর আসন্ন ছবি জাজমেন্টাল হ্য়ায় কেয়া ছবির প্রচার নিয়ে ব্যস্ত। খুব শীঘ্রই মুক্তি পাবে এই ছবি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?