
করোনা ভাইরাসের কোপে কাঁপছে গোটা বিশ্ব। এই বুঝি দেশের বুকে ঝাঁপিয়ে পড়ল মারন রোগ। ইতিমধ্যেই তা প্রাণ কেড়েছে ১৪ হাজার মানুষের। ভারতের বুকেও তা থাবা বসিয়েছে। ইতিমধ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭। এমনই অবস্থায় পাপ-পূণ্যের পাঠ পড়ালেন রাখি সাওয়ান্ত। প্রশ্ন তুললেন এতই যখন ভয় তখন পাপ কেন।
আরও পড়ুন-করোনা আতঙ্কের মধ্য গোপনে বিয়ে সারলেন পরীমনি, জেনে নিন পাত্র কে
আরও পড়ুনঃ হাসপাতাল নয়, এ যেন পাঁচতারা হোটেল, কণিকার ব্যবহারে ক্ষুব্ধ নার্স থেকে ডাক্তার
সোশ্যাল মিডিয়ার পাতায় বরাবরই সচল রাখি। একাধিকবার তাঁকে করোনা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। চিনেও গিয়েছিলেন তিনি। সেখানেও দেখে এসেছেন পরিস্থিতি। তবে তখনও অনুমান করা যায়নি একমাস পরের চিত্রটা। এখন ভারতের বুকেও করোনার দাপট। পাপের কথা উল্লেখ করে রাখি জানালেন, এতই যখন ভয় তখন কেন মদ্য পান, কেন মিথ্যে বলা, কেনই বা পাশের মানুষটাকে ঠকানো।
পাশাপাশি পরিত্রাণের জন্য ঈশ্বরের উদ্দেশ্যে পাঠানো বেলুনের মালার ভিডিও শেয়ার করেন তিনি। রাখি বরাবরই ঈশ্বরে বিশ্বাসি। এমনই পরিস্থিতিতে দেশে সকলের মঙ্গল কামনায় তিনি করছেন প্রার্থনা। সামিল হয়েছিলেন প্রধানমন্ত্রীর ডাকে বিকেল পাঁচটায় করতালি দিয়ে সাধুবাদ জানাতে। রাখির ভিডিও মুহূর্তে ভাইরাল নেট দুনিয়ায়।
করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।