- Home
- Entertainment
- Bollywood
- হাসপাতাল নয়, এ যেন পাঁচতারা হোটেল, কণিকার ব্যবহারে ক্ষুব্ধ নার্স থেকে ডাক্তার
হাসপাতাল নয়, এ যেন পাঁচতারা হোটেল, কণিকার ব্যবহারে ক্ষুব্ধ নার্স থেকে ডাক্তার
একে তো জ্বর লুকিয়ে তোলপাড় করেছেন নেট দুনিয়া। একাধিক পার্টিতে করোনা নিয়ে হাজিরা। বলিউড গায়িকার সংস্পর্শে আসা একের পর এক ব্যক্তিকে পাঠানো হয়েছে কোয়ারেন্টাইনে। এরই মাঝে ঝড় তুলল অপর এক খবর। কণিকা কাপুরের ব্যবহারে রীতিমত বিরোক্ত হাসপাতালের সকলে।
110

বৃহস্পতিবার বলিউড গায়িকার শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। তখন থেকেই তোলপাড় হয় নেট দুনিয়া।
210
একাধিক অভিযোগ বর্তমানে কণিকা কাপুরের নামে। একজন শিক্ষিত ব্যক্তি হয়ে দ্বায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন তিনি- একের পর এক তোপ গায়িকাকে।
310
শরীরে করোনা নিয়ে একাধিক পার্টিতে সামিল হয়েছিলেন তিনি। জ্বর হয়েছিল তা চারদিন আগেই জানতেন।
410
তথ্য গোপন করার কড়া সমালোচনার মুখে পড়তে হয় তাঁকে। যদিও তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি কোয়ারেন্টাইনেই ছিলেন।
510
তাঁর এই তথ্যকে ভূল প্রমাণ করে সামনে আসে একাধিক ছবি। সেখানেই দেখা যায় সমাজের উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে পার্টি করছেন তিনি।
610
এই খবর ছড়িয়ে পড়া মাত্রই কণিকার নামে দায়ের হয় এফআইআর। বিক্ষোভে ভেঙে পড়ে নেট দুনিয়া।
710
কীভাবে তিনি বিদেশ থেকে ফিরে ঘুরে বেড়াচ্ছিলেন. প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। যদিও সম্পূর্ণ বিষয়টাই তিনি অস্বীকার করেন।
810
এই জট কাটতে না কাটতেই সামনে আসে আরও এক অভিযোগ। হাসপাতালে গিয়ে রোগী নয়, স্টারেদের মত ব্যবহার করছেন কণিকা।
910
ডাক্তার কিংবা নার্সদের সঙ্গে কোনও রকমেরই সহযোগীতা নয়। বরং তাঁদের অস্বস্তিতে ফেলছেন তিনি বার বার।
1010
করোনা কণিকাকে নিয়ে জেরবার হাসপাতাল কতৃপক্ষ। গায়িকার বোধ ঘিরে জল্পনা তুঙ্গে।
Latest Videos