
বলিউডের ড্রামা কুইন রাখী সাওয়ান্ত। বরাবরই তিনি মিডিয়ার সামনে খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন। এবারও তার ব্যাতিক্রম হল না। গাড়িতে ওঠার সময় নিজেই জানতে চাইলেন, আসে পাশে কোনও বাজার খোলা আছে কি না! মুহূর্তে তা হয়ে উঠল ভাইরাল। পাপরাজিৎরা নিজেই দেখিয়ে দিলেন বাজার খোলা। তারপর সেখানে উপস্থিত হতেই শুরু নয়া ড্রামা। ঠিক কী ঘটেছিল!
বাজারে গিয়ে একের পর এক সব্জি ওডার দিলেন তিনি। যখন বিক্রেতা তা ওজন করতে ব্যস্ত রাখী তখন মাতলেন পাপরাজিৎদের সঙ্গে। নানা রকমের মজার কান্ড ঘটিয়ে জানালেন মাস্ক পরার কথা। এরই মাঝে সব্জি প্যাকিং হয়ে গেল। রাখী জানতে চাইলেন কত টাকা হয়েছে। এতেই বিপত্তি, সব্জিওয়ালা জানালেন ১৬৫০ টাকা। শুনেই মাথায় হাত পড়ল রাখীর। প্রতিবাদ করে বললেন সব্জি বিক্রেতা তাঁকে ঠকাচ্ছেন।
এত টাকার সব্জি কখনও হতে পারে। মুহূর্তে এই ভিডিও হয়ে ওঠল ভাইরাল। রাখী এই ভিডিও শেয়ার করা মাত্রই তা সাধারণের চোখে পড়ে। সব্জি রেখে তিনি সোজা উঠে পড়লেন গাড়িতে। জানালেন তাঁকে ঠকিয়ে নিচ্ছিলেন এই বিক্রেতা। খুব বেশি হলে ৫০০ টাকার সব্জি হতে পারে। কিন্তু তা বলে এত টাকা, রেগে গিয়ে বাজার ফেলে গাড়িতে উঠলেন রাখী।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।