আলিয়া ভাট অসুস্থ হয়ে পড়ায় বন্ধ হল ব্রহ্মাস্ত্র ছবির শ্যুটিং। তার পরে রণবীরের সঙ্গেই ফিরতে হল মুম্বইয়ের বাড়িচে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বারাণসীতে শ্যুটিং করছিলেন আলিয়া ও রণবীর। ব্রহ্মাস্ত্র ছবির একটি গানের জন্য বারাণসীতে শ্য়ুটিং করছিলেন আলিয়া রণবীর। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন আলিয়া। অভিনেত্রী শ্যুটিং চালিয়ে নিয়ে যেতে চাইলেও ছবির পরিচালক অয়ন মুখোপাধ্যায়ই শ্যুটিং বন্ধ করতে বলেন। আরও তিন দিন শ্যুটিং হওয়ার কথা ছিল। কিন্তু আলিয়ার অসুস্থতার জন্য আর তা হয়নি।
এর পরেই ১৭ জুন আলিয়াকে নিয়ে মুম্বই ফেরেন রণবীর। সূত্রের খবর বারাণসী বিমানবন্দরে দুজনকে একসঙ্গে দেখাও যায়। মুম্বই ফিরে আলিয়াকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।
বারাণসীতে শ্যুটিং সেট থেকে বেশ কিছু ছবিও প্রকাশ্যে চলে আসে। একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়া রণবীর নৌকোয় বসে রয়েছেন।
প্রসঙ্গত, ২০২০ সালে এই ছবি মুক্তি পাবে। এই ছবিতে অভিনয় করতে করতেই প্রেমে পড়েন আলিয়া রণবীর। এই প্রথম এই জুটিকে একসঙ্গে দেখা যাবে।