Viral Ranbir Kapoor: প্রেমিকার ছবির ট্রেলার রিলিজ, এবার গাঙ্গুকে নকল করে ভাইরাল রণবীর

Published : Feb 05, 2022, 10:20 AM IST
Viral Ranbir Kapoor: প্রেমিকার ছবির ট্রেলার রিলিজ, এবার গাঙ্গুকে নকল করে ভাইরাল রণবীর

সংক্ষিপ্ত

সদ্য মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির ট্রেলার। সেই ছবির ঘোরেই এখন বুঁদ হয়ে আছে আট থেকে আশি, আর তালিকা থেকে বাদ পড়বেন রণবীর, এমনটা কি সম্ভবপর! বোধ হয় নয়, আর তা এবার হাতে নাতে প্রমাণিত। 

কয়েকদিন আগেই ব্রহ্মাস্ত্রর মোশন পোস্টার মুক্তির সময় প্রকাশ্যে ধরা দিয়েছিলেন আলিয়া রণবীর (Alia Bhatt-Ranbir Kapoor)। মঞ্চ জুড়ে প্রকাশ্যে আসে তাঁদের রোম্যান্স (Bollywood Gossip)। সেখান থেকেই সামনে আসে নতুন ছবির প্রসঙ্গ আর আর আর, রণবীর সকলের সামনেই প্রেমিকাকে জিজ্ঞেস করে বসেন যে আর তাঁর জীবনে এক মূল্যবান কেন! এই ভিডিও নেট দুনিয়ায় রাতারাতি হয়ে উঠেছিল ভাইরাল (Viral Video)। ঝড়ের গতীতে ছড়িয়ে পড়া এই ভিডিও ঘিরে বেজায় মজে ছিল ভক্তমহল, এবার সেই নেটিজেনদের নতুন খোরাক দিলেন রণবীর কাপুর (Ranbir Kapoor) । সদ্য মুক্তি পেয়েছে গাঙ্গুবাঈ কাথিওয়াড়ি ছবির ট্রেলার (Gangubai Kathiwadi)। সেই ছবির ঘোরেই এখন বুঁদ হয়ে আছে আট থেকে আশি, আর তালিকা থেকে বাদ পড়বেন রণবীর, এমনটা কি সম্ভবপর! বোধ হয় নয়, আর তা এবার হাতে নাতে প্রমাণিত। 

সদ্য পাপরাজিৎদের ক্যামেরায় ফ্রেমবন্দি হলেন রণবীর, মুখ থেকে মাস্ক খুলে নিয়ে চেনা ভঙ্গিমাতেই দিচ্ছিলেন পোজ, কিন্তু হঠাৎই পেছন ফিরে গাঙ্গুস্টাইলে হাত জোর করে প্রণাম করলেন তিনি। সেই ভিডিও বর্তমানে নেট দুনিয়ায় ঝড়ের গতীতে হয়ে উঠল ভাইরাল (Viral Video)। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত এই ছবির প্রধান চরিত্রে রয়েছেন আলিয়া ভাট (Alia Bhat)। ছবি মুক্তি পাবে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি।

 

আরও পড়ুন-Movie Baba Babu O:'বাবা হওয়ার ফায়দাটা পুরো তুলেছি', 'বাবা বেবি ও' নিয়ে একান্ত সাক্ষাৎকারে যিশু

আরও পড়ুন-একদিকে অজয় দেবগণের প্রথম লুক অন্যদিকে ছবির নতুন পোস্টার, ফের খবরে গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি

আরও পড়ুন- FARHAN SHIBANI WEDDING: ৪ বছরের প্রেমিকাকে বিয়ে করতে চলেছেন ফারহান, প্রস্তুতি নিয়ে নেই কোনও রাখ-ঢাক


নিষিদ্ধপল্লীর মাফিয়া কুইন গাঙ্গুবাইয়ের জীবন নিয়ে তৈরি এই ছবি। ছবির প্রধান চরিত্রে দেখা দেবেন আলিয়া। পরনে সাদা শাড়ি, কপালে লাল টিপ, চোখে কালো কাজল পরে এক অন্য সাজে আলিয়াকে বহুদিন আগেই দেখেছিল দর্শকেরা। এবার দেখা গেল অজয় দেবগণের (Ajay Devgan) লুক। যা বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছে। আর এই লুক দেখে খোদ রণবীর সিং (Ranveer Singh) প্রশংসা করেছেন। ৭২ তম বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে প্রিমিয়ার হবে ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi) ছবিটির। ছবিতে রয়েছে অন্ধকার দুনিয়ার ঝলক। ষাটের দশকের মুম্বইয়ের কাহিনি নিয়ে তৈরি এই ছবি। সে সময় যৌনপল্লী কামাথিপুরার অন্ধকার গলিতে মাত্র ৫০০ টাকার বিনিময়ে বিক্রি হয়েছিলেন গাঙ্গুবাই। সেখান থেকে কীভাবে তিনি কীভাবে মাফিয়া কুইন হলেন, তা নিয়ে এই ছবি। ছবিতে রয়েছে এক অজানা দুনিয়ার কাহিনি। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?