পেছন থেকে দীপিকার ধমক, আয়ুষ্মানের সঙ্গে ভিডিও কল কাটলেন রণবীর, ভাইরাল ভিডিও

Published : Jun 07, 2020, 11:04 AM ISTUpdated : Jun 07, 2020, 11:19 AM IST
পেছন থেকে দীপিকার ধমক, আয়ুষ্মানের সঙ্গে ভিডিও কল কাটলেন রণবীর, ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

আয়ুষ্মান খুরানার লাইভে চমক  সারপ্রাইজ ভিজিট দিলেন রণবীর সিং বেশক্ষণ থাকা হল না, পেছন থেকে ডাকলেন দীপিকা নেট দুনিয়ায় ভাইরাল এখন সেই ভিডিও

লকডাউনে মাঝে মধ্যেই সেলেবরা ভিডিও কল কিংবা লাইভে আসেন। কখনও ফান্ড তোলার তাগিদে, কখনও আবার ভক্তদের দেখা দিতে, বেশ কয়েকদিন ধরেই টিনসেল টাউনের এটাই ট্রেন্ড। এবার সেই তালিকাতে নাম লেখালেন আয়ুষ্মান খুরানা। বেশ কিছুক্ষণের জন্য তিনি লাইভে আসেন। কিন্তু সেই লাইভেই সারপ্রাইজ ভিজিট দিলেন রণবীর। 

আরও পড়ুনঃ নিসর্গ ঘুর্ণিঝড়ে ব্যাপক ক্ষতি ফার্মহাউসে, হাতে ঝাঁটা নিয়ে সাফাইয়ে নামলেন সলমন

রণবীর সিং-কে অনলাইন দেখে লাইভে আসার অনুরোধ জানান আয়ুষ্মান। মুহূর্তে রণবীর হাজির। অবাক সকলেই, ঘুম থেকে উঠেই উস্কোখুস্কো চুলে হাজির সুপারস্টার। লাইভে নিজেকে দেখে জানালেন তিনি ঘুম থেকে ওঠার কারণে আগোছালো অবস্থা। আয়ুষ্মান মজার ছলে বলেন, অনন্তত তুমি জামাটা পরে আছো, এটাই অনেক, আর চুল বা লুকের কারণে রণবীর যেন লাইভ না ছাড়েন, তাই নিজের চুলও উষ্কো খুস্কো করে নিলেন আয়ুষ্মান।

 


 
তবে শেষ রক্ষা হল না। রণবীরকে লাইভ ছাড়তেই হল। কারণ পেছন থেকে ধমক দিলেন দীপিকা। রণবীর মিষ্টি কথায় আয়ুষ্মানকে জানালেন, বউদি বকছে, ভাবছে জুম কল করছি, তাই বন্ধ করতে হবে। তখন আর আটকালেন না আয়ুষ্মান। বলিউড ডিভা দীপিকার জন্যেই এবশেষে দুই তারকার মধ্যে শেষ হল খুনসুটি। একমিনিটের এই মজার কথপোকথন এখন নেট দুনিয়ায় ভাইরাল। 

 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী