ছেলে নাকি মেয়ে, বাবা হওয়ার আগেই বিশাল চাপে পড়ে গেলেন দীপিকার স্বামী রণবীর

Published : Apr 18, 2022, 02:15 PM ISTUpdated : Apr 18, 2022, 05:18 PM IST
ছেলে নাকি মেয়ে, বাবা হওয়ার আগেই বিশাল চাপে পড়ে গেলেন দীপিকার স্বামী রণবীর

সংক্ষিপ্ত

বলিউডে যেন খুশির হাওয়া বইছে। একের পর এক খুশির খবরে মাতোয়ারা বলিউড। দীর্ঘদিন ধরেই বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সন্তান নিয়ে অনুরাগীদের উৎসাহ যেন বেড়েই চলেছে।  অভিনেত্রীরা ঢিলেঢালা পোশাক পরলেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠে। সেই তালিকায় রয়েছেন দীপিকা নিজেও। পরণে ঢিলেঢালা পোশাক, মাসকয়েক আগে হাসপাতালের বাইরে দীপিকাকে দেখে প্রেগন্যান্সির জল্পনা আরও বেড়েছিল। এবার ছেলে হবে নাকি মেয়ে, সেই নিয়ে বেজায় চাপে পড়ে গেলেন বলিউডের খিলজি রণবীর সিং। সত্যিই কি তবে বাবা হচ্ছেন, রণবীরকে নিয়ে জল্পনা বাড়ছে।

বলিউডে যেন খুশির হাওয়া বইছে। একের পর এক খুশির খবরে মাতোয়ারা বলিউড। দীর্ঘদিন ধরেই বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের সন্তান নিয়ে অনুরাগীদের উৎসাহ যেন বেড়েই চলেছে।  অভিনেত্রীরা ঢিলেঢালা পোশাক পরলেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠে। সেই তালিকায় রয়েছেন দীপিকা নিজেও। পরণে ঢিলেঢালা পোশাক, মাসকয়েক আগে হাসপাতালের বাইরে দীপিকাকে দেখে প্রেগন্যান্সির জল্পনা আরও বেড়েছিল। এবার ছেলে হবে নাকি মেয়ে, সেই নিয়ে বেজায় চাপে পড়ে গেলেন বলিউডের খিলজি রণবীর সিং। সত্যিই কি তবে বাবা হচ্ছেন, রণবীরকে নিয়ে জল্পনা বাড়ছে।

রণবীর সিং-এর আসন্ন ছবি 'জয়েশভাই জোরদার' নিয়ে উৎসাহ তুঙ্গে ভক্তদের মধ্যে। সম্প্রতি প্রকাশ্যে এল রণবীর সিং অভিনীত ছবির নতুন পোস্টার। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবি নিজেই শেয়ার করেছেন রণবীর সিং। রণবীর মানেই বড় চমক। এবার ঠিক তেমনটাই রেখেছেন। পুরো অন্যরকম লুক নিয়ে সকলকে চমকে দিয়েছেন খিলজি।

 

 

'জয়েশভাই জোরদার'-এর নয়া পোস্টে দেখা যাচ্ছে, রণবীরের হাতে একটি শিশুর প্রতিকৃতি আর তার ঠিক উপরেই লেখা, 'জয়েশভাইয়ের  ছেলে হবে নাকি মেয়ে?' ছবির পোস্টার শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ' আপনার কি মনে হয়?' ঝড়ের গতিতে এই পোস্ট ভাইরাল হয়েছে। তবে রণবীরের পোস্ট করা ছবি দেখেই বোঝা যাচ্ছে, সময়ের আগেই পিতৃত্বকে আলিঙ্গন করছেন অভিনেতা। তার চোখমুখে চিন্তাপ ছাপ স্পষ্ট। বলি তারকারাও কমেন্টে ভরিয়ে দিয়েছেন রণবীর সিংকে। এই জয়েশভাই-এর চরিত্র নিয়ে রণবীর বলেছেন, একজন সাধারণ মানুষ, যাকে দেখে হিরো মনে হবে না কিন্ত সেই অর্ডিনার মানুষটা জীবনে যে এক্সট্রা অর্ডিনারি কাজটা করে ফেলবে সেটাই তাকে হিরোতে পরিণত করবে। যশ রাজ ফিল্মসের ব্যানারে ছবি প্রযোজনা করছেন মনীশ শর্মা। ছবিতে একজন গুজরাতির ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে দীপিকার স্বামী রণবীর সিংকে। উল্লেখ্য, রণবীরের এই ছবি দিয়েই বলিউডে পা রাখছেন অর্জুন রেড্ডি খ্যাত শালিনী পান্ডে। এছাড়াও ছবিতে বোমান ইরানি, রত্না পাঠক শাহ-র মতো অভিনেতারাও থাকছেন। ছবির পোস্টার দেখেই ছবিকে কেন্দ্র করে উত্তেজনা টগবগিয়ে ফুটছে, চলতি বছপে ১৩ মে ছবিটি মুক্তি পাবে। রিয়েল লাইফেও বছর খানের আগেও  সন্তানের পরিকল্পনা নিয়ে মুখ খুলেছিলেন রণবীর সিং। আগামী দু-বছরে ফ্যামিলি প্ল্যানিং সম্ভব নয়, কারণ হাতে রয়েছে একাধিক বিগ বাজেটের ছবি । কবে দুই থেক তিন হবে দীপবীর, তার অপেক্ষায় ভক্তরা।

আরও পড়ুন-যৌন সঙ্গম ভুললেও শরীরে বয়ে বেড়াতে হচ্ছে প্রাক্তনকে, বোমা ফাটালেন সামান্থা

আরও পড়ুন-সহবাসের প্রস্তাব থেকে মারধর, অতীত ভুলে রণবীরের বিয়ের পর কি দ্বিতীয়বার বিয়ের সিদ্ধান্ত নিলেন করিশ্মা?

আরও পড়ুন-পূত্রবধূর জায়গায় ঐশ্বর্যকে দেখে হাউ হাউ করে কেঁদে ফেলেছিলেন অমিতাভ, কেন জানেন?

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত