পোশাক নয়, এবার ট্রোলের মুখে রণবীরের হেয়ার স্টাইল, ঝড়ের বেগে ভাইরাল ছবি

বিভিন্ন সময় রেড কার্পেটে রণবীর বিভিন্ন লুকে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়েছেন। এবার পালা তাঁর হেয়ারস্টাইলের। মাথার মধ্যে দুটি ঝুঁটি। একের পর এক নেট মাধ্যমে সেই ছবি সকলের হাতে হাতে ঘুরে ফিরতে থাকে।

রণবীর সিং বরাবরই তিনি, নিজের স্টাইল স্টেটমেন্ট নিয়ে খুঁতখুঁতে। সাধারণ ধ্যান ধারনার বাইরে নিয়ে পোশাক নিয়ে নানান রকমের এক্সপেরিমেন্টই তাঁর প্রিয়। বিভিন্ন সময় রেড কার্পেটে রণবীর বিভিন্ন লুকে ধরা দিয়ে সকলকে তাক লাগিয়েছেন। এবার পালা তাঁর হেয়ারস্টাইলের। মাথার মধ্যে দুটি ঝুঁটি। একের পর এক নেট মাধ্যমে সেই ছবি সকলের হাতে হাতে ঘুরে ফিরতে থাকে। তবে রণবীর তাঁর লুক নিয়ে অবিচল। তবে ভক্তমহলে হাসির রোল চাপার নয়। 

আরও পড়ুন- 'আড়ালেই চলত সঙ্গম, ঘনিষ্ঠ প্রেমের কথা বলতে বারন করেছিল আমায়', উদয়কে নিয়ে আজও আফসোস নার্গিসের

Latest Videos

আরও পড়ুন- বাংলাদেশের রেস্তোরাঁ থেকে সোনার দোকানে কাজ, অর্থের অভাবে কী কী করেছেন অক্কি

 

সেলেব মানেই তাঁরা সর্বদাই স্পটলাইটের নিচে। সেলেব মানেই তাঁরা প্রতিটা নিয়ত একের পর এক নয়া লুকে ধরা দিচ্ছেন ভক্তমহলের সামনে। তবে পান থেকে চুনটি খসার উপায় নেই। মুহূর্তে সমালোচনার ঝড় বয়ে যাবে নেট মহলে। যদিও ট্রোলারদের খুব একটা প্রশয় দেন না রণবীর সিং। যার ফলে তিনি মাঝে মধ্যেই ট্রেন্ডে। নয়া লুকে ঝড় তুলে এবার সকলের নজরে নিজেকে ভিন্ন সাজে ফ্রেমবন্দি করলেন। 

 

 

তবে এই লুকে আরও একজন হয়েছিলেন ফ্রেমবন্দি। তিনি হলেন শক্তি কাপুর। তাঁর সেই ছবির সঙ্গে রণবীরের ছবি পাশাপাশি দিয়ে বেজায় মজায় মেতেছে নেট নাগরিকরা। এই স্টাইল তাঁর থেকেই নেওয়া বলেও দাবি করেন অনেকে। কেউ কেউ আবার বিভিন্ন সিনেমার সংলাপ তুলে ধরে বিভিন্ন রকমভাবে ট্রোল করেন রণবীরকে। তবে রণবীরের কাছে এসব নতুন কিছু নয়। 

    

Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
শুরু জোর তল্লাশি, Bangladesh থেকে Gosaba! জঙ্গি ও অনুপ্রবেশ রুখতে রাস্তায় নামল পুলিশ | Gosaba News
জঙ্গি গ্রেফতারির পর কড়া নজিরদারি Canning-এ! পেশ করা হলো হোটেল মালিকদের জন্য নতুন নিয়ম | Canning News