জায়রা ওয়াসিম-এর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ রবিনা টন্ডনের, কী বললেন তিনি

Indrani Mukherjee |  
Published : Jul 01, 2019, 10:20 AM ISTUpdated : Jul 01, 2019, 10:31 AM IST
জায়রা ওয়াসিম-এর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ রবিনা টন্ডনের, কী বললেন তিনি

সংক্ষিপ্ত

 ধর্মের কারণে বলিউডকে বিদায় জানালেন অভিনেত্রী জায়রা ওয়াসিম সোশ্যাল মিডিয়া পোস্টে সেকথাই জানিয়েছেন তিনি তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রবিনা ট্যান্ডন সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন রবিনা

ধর্মীয় কারণে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের অন্যতম কনিষ্ঠ  অভিনত্রী জায়রা ওয়াসিম। রবিবার একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান যে, তিনি এই কাজে যতই এগোতে চান ততই ধর্ম তাঁর কাজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নিজের অবচেতনেই তাঁর কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত আনছে বলেও জানান তিনি।  

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট ছড়িয়ে পড়ার পরই বলিউডের অন্দরে শুরু হয়েছে জোড় গুঞ্জন। আর তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিদের মত প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এদিন টুইট করে রবিনা জানান যে, দুটো ছবি করে কেউ যদি ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞ না থাকে, তাহলে বিষয়টি ততটাও গুরুত্বপূর্ণ নয়। শুধু এটাই আশা করবেন তাঁরা যেন অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে প্রস্থান করেন, এবং নিজেদের আদ্দিকালের মানসিকতা যেন নিজেদের কাছেই রাখে। 

 

প্রসঙ্গত, পাঁচ বছর আগে আমির খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। আমির খানের সঙ্গে 'দঙ্গল' ও 'সিক্রেট সুপারস্টার'-এর মতো ছবিতে তাঁর আসামান্য অভিনয় দর্শকের মন কেড়েছিল। 'দঙ্গল' ছবির জন্য জাতীয় পুরষ্কারও পেয়েছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। কিন্তু কেবলমত্র ধর্মের কারণে তাঁর এমন সিদ্ধআন্ত মেনে নিতে পারেননি অভিনেত্রী রবিনা টন্ডন, আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য