জায়রা ওয়াসিম-এর সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ রবিনা টন্ডনের, কী বললেন তিনি

  •  ধর্মের কারণে বলিউডকে বিদায় জানালেন অভিনেত্রী জায়রা ওয়াসিম
  • সোশ্যাল মিডিয়া পোস্টে সেকথাই জানিয়েছেন তিনি
  • তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন রবিনা ট্যান্ডন
  • সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন রবিনা
Indrani Mukherjee | Published : Jul 1, 2019 4:50 AM IST / Updated: Jul 01 2019, 10:31 AM IST

ধর্মীয় কারণে বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলিউডের অন্যতম কনিষ্ঠ  অভিনত্রী জায়রা ওয়াসিম। রবিবার একটি দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে তিনি জানান যে, তিনি এই কাজে যতই এগোতে চান ততই ধর্ম তাঁর কাজের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। নিজের অবচেতনেই তাঁর কাজ তাঁর ধর্মবিশ্বাসে আঘাত আনছে বলেও জানান তিনি।  

সোশ্যাল মিডিয়ায় তাঁর এই পোস্ট ছড়িয়ে পড়ার পরই বলিউডের অন্দরে শুরু হয়েছে জোড় গুঞ্জন। আর তাঁর এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিদের মত প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন। এদিন টুইট করে রবিনা জানান যে, দুটো ছবি করে কেউ যদি ইন্ডাস্ট্রির প্রতি কৃতজ্ঞ না থাকে, তাহলে বিষয়টি ততটাও গুরুত্বপূর্ণ নয়। শুধু এটাই আশা করবেন তাঁরা যেন অত্যন্ত শৃঙ্খলার সঙ্গে প্রস্থান করেন, এবং নিজেদের আদ্দিকালের মানসিকতা যেন নিজেদের কাছেই রাখে। 

Latest Videos

 

প্রসঙ্গত, পাঁচ বছর আগে আমির খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী জায়রা ওয়াসিম। আমির খানের সঙ্গে 'দঙ্গল' ও 'সিক্রেট সুপারস্টার'-এর মতো ছবিতে তাঁর আসামান্য অভিনয় দর্শকের মন কেড়েছিল। 'দঙ্গল' ছবির জন্য জাতীয় পুরষ্কারও পেয়েছিলেন তিনি। খুব অল্প সময়ের মধ্যেই বলিউডে নিজের জায়গা তৈরি করে নিয়েছিলেন তিনি। কিন্তু কেবলমত্র ধর্মের কারণে তাঁর এমন সিদ্ধআন্ত মেনে নিতে পারেননি অভিনেত্রী রবিনা টন্ডন, আর সেই কারণেই সোশ্যাল মিডিয়ায় এমন মন্তব্য করেছেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari