অযোধ্যা মামলার রায় নিয়ে কী মতামত বলিউড তারকাদের, কী বলছেন তারা

Published : Nov 10, 2019, 01:53 PM IST
অযোধ্যা মামলার রায় নিয়ে কী মতামত বলিউড তারকাদের, কী বলছেন তারা

সংক্ষিপ্ত

ঘোষণা হয়েছে অযোধ্যা মামলার রায় দেশের দীর্ঘদিন ধরে চলা বিতর্কিত মামলার অবসান এই রায় দান নিয়ে মুখিয়ে ছিলেন দেশের জন সাধারণ কোর্টের রায় নিয়ে মন্তব্য করেছেন রাজনীতিবিদ থেকে বলিউড তারকারাও

শনিবার দেশের শীর্ষ আদালতে হয়েছে দেশের দীর্ঘদিন ধরে চলা বিতর্কিত মামলার অবসান। ২.৭৭ একর জমির উপর তৈরি হবে রাম মন্দির। এই রায় দান নিয়ে মুখিয়ে ছিলেন দেশের জন সাধারণ। এই বিষয়ে কোর্টের রায় নিয়ে মন্তব্য করেছেন রাজনীতিবিদ থেকে অভিনেতা অভিনেত্রীরাও।

অযোধ্যা মামলা নিয়ে রায় ঘোষনা হওয়ার পরেই প্রথমেই টুউট করেছিলেন কঙ্গনা রানাওয়াত। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, 'আমরা সকলে কিভাবে শান্তিতে একসঙ্গে থাকতে পারি মামলার এই রায় সেটাই প্রমাণ করে দিল। এটাই মহান এই দেশের সৌন্দর্য। সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ বৈচিত্রের মধ্যে ঐক্যকে বজায় রাখুন।'

বি-টাউনের জনপ্রিয় পরিচালক ও প্রযোজক ফারহা খান লিখেছেন, অযোধ্যা মামলার রায় নিয়ে আমি খুশি। আমার কাছে মন্দির, মসজিদ, চার্চ সব ইট-পাথরের তৈরি বস্তু। প্রার্থণা এসব দেখে হয় না। ঈশ্বরের কাছে প্রার্থণা হয় মন থেকে। তাই আমাদের মন্দির মসজিদ না করে ঐক্যবদ্ধ জাতি ও দেশ গড়ার দিকে নজর দেওয়া উচিৎ। আর ধর্ম ও রাজনীতি থেকে বেরিয়ে যত দেশের অর্থনীতিতে মন দেওয়া হবে, ততই দেশের উন্নতি হবে।

মধুর ভান্ডরকর এই বিষয়ে লিখেছেন, অযোধ্যা মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত। অনেকদিনের একটি সমস্যার সমাধান হল।

অভিনেত্রী হুমা কুরেশি লিখেছেন, সকল দেশবাসীর কাছে আমার অনুরোধ দেশের শীর্ষ আদালতের এই রায়কে সম্মান জানান। আমদের সকলকে একত্রিত হয়ে দেশের উন্নতি এগিয়ে চলা উচিত।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক