
সম্প্রতি মুক্তি পেল পরিচালক আশুতোষ গোওয়ারিকরের আগামি ছবি 'পানিপথ' এর পোস্টার। তার এই পিরিয়ড ড্রামা 'পানিপথ' নিয়ে সেলুলয়েডে পানিপথের ঐতিহাসিক তৃতীয় যুদ্ধটি বর্ণনা করতে পুরোপুরি প্রস্তুত। 'সদাশিব রাও ভৌ' চরিত্রে অভিনয় করছেন অর্জুন কাপুর।
ভারতীয় ইতিহাসে সবচেয়ে শক্তিশালী লড়াইগুলির অন্য়তম একটি ঘটনা নিয়েই 'পানিপথ' ছবিটি তৈরি করা করেছে। 'পানিপথ' ছবিতে অন্য়ান্য় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন, সঞ্জয় দত্ত ও কৃতি সানন । পানিপথের তৃতীয় যুদ্ধে সঞ্জয় দত্ত আফগান বাদশাহ আহমেদ শাহ আবদালির ভূমিকায় অভিনয় করেছেন। এই আফগান বাদশাহ আহমেদ শাহ আবদালির জন্য়ই মারাঠা সেনাবাহিনীর বিশাল বড় পরাজয় ঘটেছিল।প্রবীণ অভিনেত্রী পদ্মিনী কোলহাপুরেও এই ছবিতে মুখ্য ভূমিকা পালন করবেন।
'পানিপথ' ছবিটির প্রথম পোস্টারটি ইতিমধ্য়েই, অর্জুন কাপুর তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সুনিতা গোয়ারিকার ও রোহিত শেলটকার প্রযোজিত 'পানিপথ' চলতি বছরের ৬ ডিসেম্বর মুক্তি পাচ্ছে । ছবিটিতে সংগীত রচনা করছেন অজয় অতুল এবং গানগুলি লিখেছেন জাভেদ আক্তার।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।