শাশ্বতের বদলে নয়া চমক, আবারও পর্দায় ফিরছেন'বব বিশ্বাস'

Published : Nov 26, 2019, 09:36 AM ISTUpdated : Nov 26, 2019, 09:54 AM IST
শাশ্বতের বদলে নয়া চমক, আবারও পর্দায় ফিরছেন'বব বিশ্বাস'

সংক্ষিপ্ত

সিক্যুয়েল নয় এবার প্রিক্যুয়েল নিয়ে ব্যস্ত বলিউড ববের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় ফাটিয়ে অভিনয় করেছিল বব বিশ্বাসের চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে সুজয়ের পরিবর্তে তার মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ ছবির পরিচালনা করতে চলেছেন

সিক্যুয়েল নয় এবার প্রিক্যুয়েল নিয়ে ব্যস্ত বলিউড। 'কাহানি' এবং 'কাহানি ২'-এর সাফল্যের পরই  প্রিক্যুয়েলে মন দিয়েছেন ছবির পরিচালক সুজয় ঘোষ। কয়েকদিন ধরেই এই ছবি নিয়ে জোর জল্পনা হচ্ছিল। রেড চিলিজ এন্টারটেইনমেন্টের ট্যুইট তাতে যেন শীলমোহর দিল। ট্যুইটে জানানো হয়েছে সুজয় ঘোষের প্রযোজনা সংস্থা বাউন্ড স্ক্রিপ্ট এবং রেড চিলিজের প্রযোজনায় যৌথভাবে পরিচালনা করবেন ছবিটি। ছবির নাম বব বিশ্বাস। ছবির মুখ্য চরিত্রে দেখা যাবে অভিষেক বচ্চনকে। আর এই ট্যুইট দেখে সেই জল্পনা আরও জোড়ালো হয়েছে। বব বিশ্বাসের চরিত্রকে কতটা ফুটিয়ে তুলতে পারবেন অভিষেক. এই নিয়েও প্রশ্ন তুলেছেন নেটিজেনদের একাংশ।

একের পর এক প্রতিক্রিয়ায় ভরে উঠছে সোশ্যাল মিডিয়ার পেজ। রেড চিলিজের নিজস্ব ট্যুইটার হ্যান্ডেলে অভিষেক এবং শাহরুখের একটি ছবি পোস্ট করেই ছবির নাম ঘোষণা করা হয়েছে। ছবির পরিচালক সুজয় ঘোষ নয়, সুজয়ের পরিবর্তে তার মেয়ে দিয়া অন্নপূর্ণা ঘোষ ছবির পরিচালনা করতে চলেছেন। আর এই ছবি দিয়েই বলিউডে তার প্রথম ছবি পরিচালনা হতে চলেছে। গত বছরেই দিয়ার প্রথম শর্টফিল্ম মুক্তি পেয়েছিল। এবং সেটি কান ফেস্টিভ্যালে দেখানোও হয়েছিল। এবার আসা যাক প্রিক্যুয়েলে। 

আরও পড়ুন-'মণিকণির্কা'র পর 'অযোধ্যা', প্রযোজকের ভূমিকায় কঙ্গনা...

সুজয় ঘোষের ছবির 'কাহানি'-তে ধূসর চরিত্রে অভিনয় করেছিলেন বব বিশ্বাস। ববের ভূমিকায় শাশ্বত চট্টোপাধ্যায় ফাটিয়ে অভিনয় করেছিল। ছবি নিয়ে দীর্ঘদিন ধরেই কানাঘুসো চলছে। কেউ বলছে বব বিশ্বাসকে নিয়ে ছবি তৈরি হবে আবার কেউ বলছে শাশ্বত চট্টোপাধ্যায় নিজেই থাকবেন ছবিতে। ছবির প্রধান চরিত্র বিদ্যা বাগচি এবং তার স্বামী অর্ণব বাগচির অতীতই বা কী ছিল? এই সমস্ত কিছুর পর্দাফাঁস হতে চলেছে প্রিক্যুয়েলে। 


 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক