রিয়ার বাড়িতে ৫ মহিলা পুলিশ, ৩ গাড়ি, ১১টায় সমন, নিয়ে যাওয়া হচ্ছে রিয়াকে, গ্রেফতারের সম্ভাবনা

Published : Sep 06, 2020, 11:08 AM ISTUpdated : Sep 06, 2020, 11:22 AM IST
রিয়ার বাড়িতে ৫ মহিলা পুলিশ, ৩ গাড়ি, ১১টায় সমন, নিয়ে যাওয়া হচ্ছে রিয়াকে, গ্রেফতারের সম্ভাবনা

সংক্ষিপ্ত

রবিরা সকাল থেকেই বদলে গেল রিয়া চক্রবর্তীর বাড়ির চেনা ছবি সকাল থেকেই একের পর এক টিম রিয়ার বাড়িতে  এনসিবি সমন নিয়েই হাজির রিয়ার বাড়ি হাজির হয়েছে মুম্বই পুলিশ, নিয়ে যাওয়া হবে এনসিবি-তে

শুক্রবারই গ্রেফতার হয়েছে রিয়া চক্রবর্তীর ভাই সৌভিক চক্রবর্তী। এবার রিয়া চক্রবর্তীর বাড়িতে হাজির মুম্বই পুলিশ সহ এনসিবি টিম। হাতে হাতে সমন ধরানো হল রিয়াকে রবিবার সকালে। কোনও ভাবেই পরিস্থিতি এড়ানো যাবে না। হাজিরা দিতেই হবে, এমনটাও এনসিবি-র পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়। তখন থেকেই মুম্বই পুলিশে টিম দাঁড়িয়ে রয়েছে রিয়া চক্রবর্তীর বাড়িতে। কিছুক্ষণের মধ্যেই রিয়াকে নিয়ে যাওয়া হবে এনসিবি-তে। 

আরও পড়ুনঃ রবিবার সাতসকালে রিয়ার বাড়িতে হানা এনসিবির, সামিল মুম্বই পুলিশ, বাড়ছে গ্রেফতারের জল্পনা

শুক্রবারের পর থেকেই রিা চক্রবর্তী অনুমান করেছিলেন এবার তাঁর পালা। তাই আগে থেকেই উকিলের সঙ্গে কথা বলে আদালতে পৌঁচ্ছতে চেয়েছিলেন রিয়া। কিন্তু রবিবার সকালেই রিযার ূবাড়ি এপ্রকার ঘেরাও। বাড়ির ভেতরে একাধিক পুলিশ অধিকর্তা। সকলের নজরে এখন, কখনই বাড়ি থেকে বেরবে, রিয়া চক্রবর্তী। মুম্বই পুলিশের তিনটি গাড়ি বর্তমানে রিয়ার বাড়ির নিচে অপেক্ষা করছে। কেন এত দেড়ি করছেন রিযা!

 

বাড়ছে জল্পনা। বেলা ১১টায় সমন ছিল, দেড়ি করেই বাড়ি থেকে বেরলেন রিয়া চক্রবর্তী।  সামনা সামনি বসেই চলবে দিনভর জেরা। রবিবার রাতেই রিয়ার গ্রেফতারি নিয়ে জল্পনা তুঙ্গে। রিয়া চক্রবর্তীকে নিয়ে যাওয়ার জন্যই এখন অপেক্ষা করছে পুলিশ অফিসাররা। চারজনকে সামনে বসিয়ে চলবে জেরা। সময় মত সমনে হাজিরা দিচ্ছেন না কেন রিয়া, তবে কী চলছে জোর পরিকল্পনা, কোন প্রশ্নের কী উত্তর হতে পারে, তা নিয়েই কি চিন্তার ভাঁজ পড়েছে এখন সুশান্তের প্রেমিকার কপালে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?