- Home
- Entertainment
- Bollywood
- রবিবার সাতসকালে রিয়ার বাড়িতে হানা এনসিবির, সামিল মুম্বই পুলিশ, বাড়ছে গ্রেফতারের জল্পনা
রবিবার সাতসকালে রিয়ার বাড়িতে হানা এনসিবির, সামিল মুম্বই পুলিশ, বাড়ছে গ্রেফতারের জল্পনা
ঠিক যেন শুক্রবারের ঘটনাই ধরা দিচ্ছে ফ্রেমে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে কি মাদকচক্রের যোগ! কি বলছে সূত্র, সৌভিকের পর এবার রিয়ার পালা। রবিবার সকালেই এনসিবি-র দল পৌঁচ্ছল রিয়া চক্রবর্তীর বাড়ি, ধরালো সমন। তবে কি রবিবারই গ্রেফতারের সম্ভাবনা! বাড়ছে জল্পনা...
| Published : Sep 06 2020, 09:14 AM IST
- FB
- TW
- Linkdin
রবিরার সকালেই রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিল এনসিবি-র সদস্য। সঙ্গে সামিল হল মুম্বই পুলিশ। শুক্রবার তদন্তের মোড় দেখেই অনুমাণ করে ছিলেন সকলে এবার পালা রিয়া চক্রবর্তীর।
ঠিক তেমনটাই হল। রিয়ার ভাই জেরার মুখে বলে ফেলেছিলেন রিয়া চক্রবর্তীর নাম। জানিয়েছিলেন দিদির কথাতেই এই মাদক আনাতেন তিনি।
শুক্রবার হঠাৎই রিয়া চক্রবর্তীর বাড়িতে হানা দিয়েছিল এনসিবি। পাশাপাশি তল্লাশি চালিয়েছিল স্যামুয়েলের বাড়িতেও। সৌভিক ও স্যামুয়েলকে গ্রেফরতার করা হয়েছিল সেদিন রাতেই।
শুক্রবারের সকালের সঙ্গে রবিবারের সকালের ঘটনা মিলে যাচ্ছে। তবে কি আজই গ্রেফতার হতে চলেছেন রিয়া চক্রবর্তী।
রবিবার সাত সকালে বাড়িতে হাজির টিম। হাতে হাতে সমন পৌঁচ্ছে দিল এনসিবি-র সদস্যরা। সঙ্গে উপস্থিত মুম্বই পুলিশ। সাফ জানানো হল রিয়াকে হাজিরা দিতেই হবে।
তদন্তে রিয়াকে হবে হবে সামিল। ইতিমধ্যেই সৌভিক, দীপেশ ও স্যামুয়েলকে বসিয়ে চলছে জিজ্ঞাসাবাদ। সেই দলে এবার সামিল রিয়া চক্রবর্তী। সবাইকে একসঙ্গে বসিয়ে চলবে জেরা।
চারদিনের জন্য জন্য হেফাজতে পাওয়া গিয়েছে রিয়ার ভাই ও স্যামুয়েলকে। রবিবারই কোর্টে তোলা হবে দীপেশকে।
তাই তড়িঘড়ি সময় থাকতেই কি রিয়া চক্রবর্তীকে তোলার সিদ্ধান্ত নিল এনসিবি। আরও তিনদিন এনসিবির হেফাজতে থাকবে সৌভিক ও স্যামুয়েল।
তাই মুখোমুখি জেরার জন্যই এবার রিয়াকে ডেকে পাঠানো হল। যদি রবিবার সন্ধের মধ্যে গ্রেফতার হন রিয়া চক্রবর্তী, তবে আইন মেনেই ২৪ ঘম্টার মধ্যে তাঁকে তোলা হবে কোর্টে।
শনিবার কোর্টে তোলা হয়েছিল স্যামুয়েল, সৌভিককে। রবিবার তোলা হবে সুশান্তের পরিচারক দীপেশকে। এদিনই যদি গ্রেফতার হন রিয়া তবে তাঁকে আদালতে তোলা হবে সোমবার।