বছরের শুরুতেই আবারও উষ্কে গেল সুশান্ত স্মৃতি, NCB-তে আবারও হাজির রিয়া-শৌভিক

Published : Jan 04, 2021, 05:17 PM IST
বছরের শুরুতেই আবারও উষ্কে গেল সুশান্ত স্মৃতি, NCB-তে আবারও হাজির রিয়া-শৌভিক

সংক্ষিপ্ত

এনসিবির ডাকে সাড়া দিয়ে আবারও হাজির রিয়া বছরের শুরুতেই ফির সুশান্ত স্মৃতি   ভাইকে নিয়ে সোমবার হাজির হলেন এনসিবির অফিসে  মুহূর্তে ভাইরাল হল ছবি 

রিয়া চক্রবর্তী, ২০২০ সালে জুন মাস থেকে ঝড়ের বেগে ভাইরাল হওয়া এমমাত্র নাম। সুশান্ত সিং রাজপুত মৃত্যু, ১৪ জুন ২০২০ সাল, ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছিল অভিনেতার মৃত্যুর খবর। আত্মহত্যা না খুন, এই চর্চাতেই কেটে গিয়েছে বছরের বাকি ছয় মাস। আর সবার আগে এই মৃত্যুর সঙ্গে যে নামটি প্রকাশ্যে উঠে আসে তা হল রিয়া চক্রবর্তী। 

আরও পড়ুন- হৃত্বিক বলে কথা, সব কিছুটেই স্পেশাল, এবার নতুন কোন শিক্ষা রপ্ত করে সেলফি তুললেন গ্রীক গড

তবে তদন্তের মোড় কেবল আটকে থাকে না মৃত্যু রহস্যে। কয়েকদিনের মধ্যেই তা এনসিবির দফতরে পৌঁচ্ছে যায়। মাদক কেসে নাম জড়ায় রিয়া চক্রবর্তীর। এরপর যা ঘটে তা এক কথায় বলিউজের কালো অধ্যায়। এনসিবির হেফাজতে নেওয়া হয় রিয়া ও তাঁর ভাইকে। সেখান থেকে জেল হেফাজত। টানা এক মাসের পর ছাড়া পান রিয়া চক্রবর্তী, তবে তা জামিনে। 

 

 

শর্ত ছিল একটাই, সময় মত হাজিরা দিতে হবে স্থানীয় থানায়। সেই কারণেই বছরের প্থম সোমবার এনসিবির অফিসে হাজিরা দিলেন রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই শৌভিক চক্রবর্তী। সঙ্গে হাজির ছিলেন তাঁদের বাবাও। মুহূর্তে সেই ভিডিও ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। রিয়া চক্রবর্তীর প্রথম এনসিবি-র অফিসে ঢোকার ছবিটা আজও সকলের মনে স্পষ্ট। তবে এবার সেই ছবি ধরা পড়ল না। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে