
মা-ই যে আমাদের পৃথিবীর আলো দেখায় আর তারপর নিজের থেকেও আমদেরকে নিয়েই বেশি ভাবে সেটাই আরও একবার মনে করিয়ে দিলেন কল্কি কোয়েচলিন । সোশ্যাল মিডিয়ায় এখন খুব সক্রিয় কল্কি । সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে শেয়ার করলেন তার পাঁচ মাসের বেবি বাম্পের ছবি, তবে এবারের টা একেবারেই অন্যভাবে। ছোট সাইজের গিটার বা উকুলেলে হাতে নিয়ে ঘুমপাড়ানি গান গাইছেন। আর এসবের প্রস্তুতি চলছে তার ছোট্ট অতিথির জন্য।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে কল্কি কোয়েচলিন জানান যে তিনি মা হতে চলেছেন। ইজরায়েলের পিয়ানোবাদক গাই হার্শবার্গই তাঁর সন্তানের পিতা।মাতৃত্বের স্বাদে তার জীবনে যে আমূল পরিবর্তন এসেছে। নিজেই তখন জানিয়েছিলেন ,নিজের ইচ্ছে কে মর্যাদা দিয়ে,নিজের পরিবারের সঙ্গে রেখে রেজিস্ট্রি ম্যারেজ করতে চান ।
যাইহোক এই মুহূর্তে কল্কির ঘুমপাড়ানি গানের বড় চর্চা চলছে। বাউল গানেও তিনি মন ডুবিয়েছেন। তবে সবথেকে সুন্দর ব্যাপার এটাই যে তিনি তার ভক্তদের কাছেও পরামর্শ চেয়েছেন। যদি তাদের কাছে কোনও সহজ-সুন্দর ঘুমপাড়ানি গান থাকে, তাহলে তারা যেনও সেই গানের লিঙ্ক অবশ্যই কল্কির সঙ্গে শেয়ার করেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।