অভিনয়ে করবে না ছোট্ট ঋষি, চকোলেটের লোভ দেখিয়ে রাজি করিয়েছিলেন নার্গিস

Published : May 03, 2020, 01:07 PM ISTUpdated : May 03, 2020, 01:08 PM IST
অভিনয়ে করবে না ছোট্ট ঋষি, চকোলেটের লোভ দেখিয়ে রাজি করিয়েছিলেন নার্গিস

সংক্ষিপ্ত

ঋষি কাপুরের প্রথম বলিউডে পা ১৯৫৫ সালে তাঁকে অভিনয়ের জন্য রাজি করিয়েছিলেন নার্গিস অনেক চকোলেট পাওয়ার লোভে পর্দায় ঋষি ঐতিহাসিক গানের সাক্ষী ছিল তিন ভাইবোন

ঋষি কাপুরের প্রয়াণের তিন দিনের মাথায় নার্গিসের প্রয়াণ দিবস। এই দুই কিংবদন্তী তারকার মধ্যে যে এক পারিবারিক যোগসূত্র রয়েছে তা প্রায় সকলেরই জানা। কিন্তু তাঁদের মধ্যে যে রয়েছে অভিনয় জগতেরও যোগসূত্র তা হয়তো অনেকেরই অজানা। ঋষি কাপুরকে প্রথম বলিউডে হাতেখড়ি করিয়েছিলেন খোদ নার্গিস। 

আরও পড়ুনঃ 'ডোলা রে'র কারণে বাচ্চাটাই নষ্ট হতে বসেছিল মাধুরীর, অন্তঃসত্ত্বা হয়েও লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী

ঋষি কাপুরের প্রথম ছবি কী, বললেই যা প্রথমে যে নামটা সকলের মনে আসে তা হল মেরা নাম জোকার। কিন্তু তার অনেক আগেই বলিউডে হাতখড়ি হয়ে গিয়েছিল তাঁর। সালটা ১৯৫৫। তখন শ্যুটিং চলছিল শ্রী ৪২০ ছবির। সেখানেই ঝড় তোলা রোম্যান্সে সকলকে তাক লাগিয়েছিলেন রাজকাপুর ও নার্গিস। সেই ছবির শ্যুটিং-এর সাক্ষী ছিলেন রাজকাপুরের তিন সন্তান, ঋষি কাপুর, রণধীর কাপুর ও রিমা কাপুর। 

পেয়ার হুয়া গানের শ্যুটিং চলছিল। বৃষ্টির দৃশ্য শ্যুটিং সময় চাই বেশ কিছু বাচ্ছা। রাজকাপুর স্থির করেছিলেন, তাঁর তিন সন্তানকেই রেনকোর্ট পরিয়ে হাঁটাবেন। দুই সন্তান রাজি হলেও কিছুতেই রাজি ছিলেন না ঋষি কাপুর। তখন তাঁকে বেশ কিছু চকোলেটের লোভ দেখান নার্গিস। তবে সেগুলো পেতে হলে মানতে হবে একটাই শর্ত। হাঁটতে হবে বৃষ্টির মধ্যে। নার্গিসের কথায় রাজি হয়ে গিয়েছিল ঋষ কাপুর। আর সাক্ষী থেকে গিয়েছিলেন ঐতিহাসক সেই ছবির দৃশ্যের। 

করোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

সাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

কী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

শরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?