- Home
- Entertainment
- Bollywood
- 'ডোলা রে'র কারণে বাচ্চাটাই নষ্ট হতে বসেছিল মাধুরীর, অন্তঃসত্ত্বা হয়েও লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী
'ডোলা রে'র কারণে বাচ্চাটাই নষ্ট হতে বসেছিল মাধুরীর, অন্তঃসত্ত্বা হয়েও লুকিয়ে গিয়েছিলেন অভিনেত্রী
- FB
- TW
- Linkdin
ডোলা রে গানটি এখনও অন্যতম আইকনিক গান হিসেবে ধরা হয়। ঐশ্বর্য এবং মাধুরী ডোলে রে তে কোমড় দুলিয়ে সুপারহিট ডুয়ো হিসেবে পরিচিতি লাভ করেছিলেন।
সেই গান নিয়েই নাকি বিতর্কের অভাব নেই। ছবির শ্যুটিং চলাকালীন অন্তঃসত্ত্বা হয়ে বসেছিলেন মাধুরী।
আর সে কথাই গোপণ করেছিলেন অভিনেত্রী। ডোলা রে গানের শ্যুটিংয়ের সময় ঘটে অঘটল।
সেটের মধ্যে একটি থাম ভেঙে পড়েছিল। একটুর জন্য বেঁচে গিয়েছিলেন মাধুরী।
সেই সময় ভয় পেয়ে খানিক অসুস্থ হয়ে পড়েন তিনি। এই ঘটনার জেরে সঞ্জয় জানতে পারেন যে মাধুরী প্রথমবার মা হতে চলেছেন।
সঞ্জয় তখন ভেবেই নিয়েছিলেন দেবদাসের শ্যুটিং বোধহয় আর শেষ হবে না। তবে খুব শীঘ্রই পরিস্থিতির সামাল দিয়ে উঠতে পারেন পরিচালক।
শাহরুখ এবং ঐশ্বর্যের সঙ্গে ডেট অ্যাডজাস্ট করে তড়িঘড়ি শেষ করা হল ছবি শ্যুটিং।
সিনেমার কোনও অংশ দেখে বোঝার উপায় নেই যে মাধুরী প্রেগনেন্ট। অন্তঃসত্ত্বা অবস্থায় তিরিশ কেজির লেহেঙ্গাও পরতে হয়েছে তাঁকে।
অন্তঃসত্ত্বা হওয়ার কতা গোপণ করার জন্য সঞ্জয়ের সঙ্গে সম্পর্কে চিড়ও ধরেছিল মাধুরীর।
আজও তাঁদের কোনও অনুষ্ঠানে দেখা হল, সামান্য হাই হ্যালো ছাড়াই কিছুই হয় না।