রন্ধীরের জন্মদিনই শেষ পারিবারিক অনুষ্ঠান ঋষির, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

Published : May 01, 2020, 11:37 PM ISTUpdated : May 02, 2020, 03:37 AM IST
রন্ধীরের জন্মদিনই শেষ পারিবারিক অনুষ্ঠান ঋষির, ছবি ভাইরাল নেটদুনিয়ায়

সংক্ষিপ্ত

রন্ধীর কাপুরের জন্মদিন পালন করার সুযোগ হয়েছিল ঋষির।  রন্ধীরের জন্মদিনই সম্ভবত শেষ পারবারিক অনুষ্ঠান যেখানে ঋষি কাপুর উপস্থিত ছিলেন। করিশ্মার পোস্ট করা ছবি রীতিমত ভাইরাল নেটদুনিয়ায়।

রন্ধীর কাপুরের জন্মদিনের সুবাদে সেই ছিল পরিবারের সঙ্গে শেষ দেখা। করিশ্মা কাপুরের শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, রন্ধীর কাপুরের জন্মদিনে শেষ বারের মত গোটা কাপুর পরিবারের সঙ্গে সময় কাটাতে পেরেছিলেন ঋষি কাপুর। 

আরও পড়ুনঃঅভিনেত্রী হিসেবে নয় ব়্যাপার হিসেবে ডেবিউ হবে সুহানার, ভাইরাল হওয়া ভিডিওতে নেটিজেনের অনুমান

তারপরই শুরু হল লকডাউন। ফেব্রুয়ারি, মার্চ কাটতে না কাটতে গুরুতর অসুসঅথ হয়ে পড়েন তিনি। হাসপাতাল, বাড়ি করতে করতে আর দেখা হয়নি পরিবারের সঙ্গে। কাপুর পরিবার অন্তত এই লকডাউনের আগে ঋষি কাপুরের সঙ্গে ফ্যামিলি টাইম কাটাতে পেরেছিল। ২০১৮ সালে লিউকেমিয়ায় আক্রান্ত হন ঋষি কাপুর। নিউ ইয়র্কে চলেছিল তাঁর চিকিৎসা। সেখানে একটি সফল অস্ত্রপচারের পর খানিক সুস্থ হয়ে উঠেছিলেন বর্ষীয়ান অভিনেতা। 

আরও পড়ুনঃএকই ফ্রেমে 'দুই বাঘ', শোকের রেশ কাটতে না কাটতে ঋষি কাপুরের এ কোন ছবি শেয়ার করলেন করিনা


২০১৯ সালে দেশে ফিরে আসেন তিনি। এ বছর এপ্রিল মাসের ২৯ তারিখ স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে কোলন ইনফেকশন নিয়ে ভরতি হন ঋষি কাপুর। দ্রুত অবস্থার অবনতি হওয়ার পর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা।

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে