মুঘল-ই-আজমের 'সিক্রেট' ছবি শেয়ার ঋষির, উস্কে দিলেন নস্ট্যালজিয়া

Published : Jan 22, 2020, 01:57 PM IST
মুঘল-ই-আজমের 'সিক্রেট' ছবি শেয়ার ঋষির, উস্কে দিলেন নস্ট্যালজিয়া

সংক্ষিপ্ত

ষাটের দশকের 'মুঘল-ই-আজম'  ছবির একটি বিরল দৃশ্য শেয়ার করলেন ঋষি কাপুর  নিজের টুইটারে ছবিটি পোস্ট করেছেন ঋষি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই ছবিটি শুধু পৃথ্বিরাজ কাপুরই নয়, তার পাশে  রয়েছেন মধুবালা ও দিলীপ কুমার

'মুঘল-ই-আজম' নামটা শুনলেই যেন চোখের সামনে নানা রকমের দৃশ্য ভেসে ওঠে। ছবির গান যেমন জনপ্রিয় সেই সঙ্গে ছবির চরিত্র সবকিছুই যেন এক অন্য মাত্রায় নিয়ে গেছে ছবিকে। ষাটের দশকের এই ছবির একটি বিরল দৃশ্য শেয়ার করলেন ঋষি কাপুর। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে এই ছবিটি। নিজের টুইটারে ছবিটি পোস্ট করেছেন ঋষি। দেখে নিন ছবিটি।

আরও পড়ুন-পোশাক নিয়ে ট্রোলের শিকার রানি, নেটদুনিয়ায় উঠল ঝড়...

 

 

সাদা কালো ফ্রেমে দাদু পৃথ্বিরাজ কাপুরের  সঙ্গে ইতালিয়ান ফিল্মমেকার রবের্তো রোজেল্লিনির একটি ছবি শেয়ার করেছেন বর্ষীয়ান অভিনেতা। শুধু পৃথ্বিরাজ কাপুরই নয়, তার পাশে  রয়েছেন মধুবালা ও দিলীপ কুমার। সকলেই পরণেই রয়েছে সিনেমার কস্টিউম।

আরও পড়ুন-'যেটা ভালবাসো সেটাই করো', মায়ের জন্মদিনে ক্যাসিনো সফরে বার্তা অক্ষয়ের...

ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি মাইলস্টোন বলা যেতে পারে।  মার্কিন পরিচালক মার্টিন স্কোরসেসের সঙ্গে এই ছবিতে কাজ করেছিলেন ফিল্মমেকার রবের্তো । এই ছবি শেয়ার করার সঙ্গে সঙ্গে পুরোনো নস্ট্যালজিয়াকেও উস্কে দিয়েছেন ঋষি। এই বয়সে এসেও একের পর এক ছবিতে অভিনয় করে তিনি নিজের বেস্টটাই উপহার দিচ্ছেন দর্শকদের।  পরিচালক ওমপ্রকাশ মেহরার 'তুফান' ছবিতে দেখা যাবে ঋষিকে। শেষবারের মতো ইমরান হাসমির 'দ্য বডি' সিনেমায় ঋষিকে দেখা গেছে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য