লতা মঙ্গেশকরের কোলে আদরে মত্ত ছোট্ট ঋষি, মুহূর্তে ভাইরাল ছবি

Published : Jan 29, 2020, 12:14 PM IST
লতা মঙ্গেশকরের কোলে আদরে মত্ত ছোট্ট ঋষি, মুহূর্তে ভাইরাল ছবি

সংক্ষিপ্ত

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করে রীতিমতো ট্রেন্ডিং ঋষি কাপুর সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা ছবিটিতে লতার কোলে আদরে মত্ত হয়ে রয়েছেন একরত্তি শিশু ঋষি ঋষির এই পোস্টের উত্তরও দিয়েছেন লতা

সোশ্যাল মিডিয়ায় একের পর এক ছবি পোস্ট করে রীতিমতো ট্রেন্ডিং ঋষি কাপুর। এই বয়সে এসেও  নিজের বেস্টটাই দিয়ে যাচ্ছে ঋষি কাপুর।  সারাদিন শ্যুটিং,  কাজের হাজারো চাপ, তার মধ্যেও সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এই অভিনেতা। নিজের টুইটারে কিছু না কিছু পোস্ট সবসময়েই লাইমলাইটে থাকেন এই অভিনেতা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় লতা মঙ্গেশকরের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা। 

আরও পড়ুন-'পছন্দমতো চরিত্র পাচ্ছিলাম না বলেই বিরতি', ফের বড় পর্দায় ফিরছেন দেবশ্রী...

ছবিটি পোস্ট করা মাত্রই মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিটিতে লতার কোলে আদরে মত্ত হয়ে রয়েছেন একরত্তি শিশু। লতা তখন তরুণী। ছবিটি পোস্ট করে ঋষি লিখেছেন,  'নমস্কার লতাজি, আপনার আশার্বাদে আমি আমার ২ বা ৩ মাসের ছবি খুঁজে পেয়েছি। আপনার উপর আমার আশীর্বাদ বরাবর থেকেছে। অনেক অনেক ধন্যবাদ। আমি কি টুইটারে ছবিটা শেয়ার করতে পারি। ছবিটা আমার কাছে ভীষণ মূল্যবান।'

 

আরও পড়ুন-'লিফট চ্যালেঞ্জ'-এ মত্ত নেটদুনিয়া, এবার মাতলেন টলি তারকারাও...

ঋষির উত্তর  দিতেও ভোলেননি লতা। লতাও তার পোস্টের যোগ্য উত্তর দিয়ে বলেছেন, 'ছবিটা দেখে আমারও খুব ভাল লাগছে। বেশ অনেকদিন ধরে এই ছবিটা খুঁজে পাচ্ছিলাম না। আপনি এই ছবিটা সকলের সঙ্গে শেয়ার করে খুবই ভাল করেছেন। ইশ্বরের কাছে প্রার্থনা করি, আপনার শারীরিক পরিস্থিতি সবসময় ভাল থাকুক।'

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য