সুশান্ত-অঙ্কিতার পর ঋতভিক-আশার ব্রেক আপ, ফের চিড় ধরল 'পবিত্র রিশতা'র জুটির সম্পর্কে

  • আশা নেগি এবং ঋতভিক ধনজানি ব্রেক আপের খবরে হতবাক ভক্তরা।
  • সাত বছর একসঙ্গে থাকার পর সম্পর্কে চিড় ধরল টেলি জুটির।
  • ঋতভিকের একটি ইনস্টা স্টোরির মাধ্যমেই বিষয়টি নিয়ে সন্দেহ জাগে সকলের মনে।
  • যদিও তাঁদের ঘনিষ্ঠ মহলের কথায়, বেশ কয়েক মাস আগেই নাকি ব্রেক আপ হয়ে গিয়েছিল ঋতভিক-আশার।  

'পবিত্র রিশতা' ধারাবাহিকটি দর্শকের কাছে আজও অত্যন্ত পছন্দের। অঙ্কিতা লোখান্ডে এবং সুশান্ত সিং রাজপুতের জুটির পর এই ধারাবাহিকের আশা নেগি এবং ঋতভিক ধনজানির জুটি বহু বহু চর্চিত ছিল। ধারাবাহিকটি জনপ্রিয় হলেও অভিনেতা-অভিনেত্রীদের জীবনে যেন 'পবিত্র রিশতা' অশুভ হয়ে দাঁড়াল। বেশ কয়েক বছর ডেট করার পর অঙ্কিতাকে ছেড়ে দিয়েছিলেন সুশান্ত। তাঁদের ব্রেক আপ হয় সুশান্তের ঠিক বলিউড ব্রেক পাওয়ার পর পরই। 

আরও পড়ুনঃবিশেষ মানুষের জন্য ভালবাসার বার্তা 'বকুল'র, কার জন্য পোস্ট করলেন উষসী

Latest Videos

এবার পালা এল ঋতভিক এবং আশার। সাত বছরের প্রেম, লিভ ইনের পর সম্পর্কে চিড় ধরল তাঁদের। এই ধারাবাহিকের কোনও সম্পর্কই কি তাহলে টেকে না। ঋতভিকের একটি ক্রিপটিক পোস্ট নিয়েই শুরু হয় বিতর্ক। তারপরই ঋতভিক ও আশার এক ঘনিষ্ঠ বন্ধুর কথা অনুযায়ী, কয়েক মাস আগেই নাকি ব্রেক আপ হয়ে গিয়েছে তাঁদের। 

আরও পড়ুনঃলকডাউনে গৃহবন্দি হয়েও পারদ চড়ালেন 'কিরণমালা'র অভিনেত্রী, সমুদ্রসৈকতের ছবি পোস্ট রুকমার

বহু বছর একসঙ্গে সময় কাটিয়েছেন। লিভ ইনও করেছেন। ২০১৩ সালে জনসমক্ষে নিজেদের সম্পর্কের বিষয় কথাও বলেন তাঁরা। একে অপরের পরিবারের সঙ্গেও অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন অভিনেতা অভিনেত্রী। তবে হঠাৎ কী হল। দু'জনের সোশ্যাল মিডিয়ায় দিন কতক আগেও একে অপরের সঙ্গে ছবি পোস্ট করেছেন। ব্রেক আপের কারণ না জানলেও আপতত হতবাক ভক্তমহল।

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed