Roundup 2021: আরিয়ান থেকে শেহনাজ, সার্চ লিস্টে বছর ভর সকলকে চাপিয়ে গেলেন কোন সেলেবরা

পাল্লা দিয়ে মানুষের কাছে বিনোদন পৌঁছে দেওয়ার জন্য মরিয়া এই সেক্টার সর্বদাই থাকে খবরের শিরোনামে। তবে খবরের জেরে হোক বা বিতর্ক ঘিরে, বেশ কিছু সেলেব  বছর ভর হেডনাইনে এতটাই জায়গা করে নিল যে বছর সেরা সার্চ লিস্টের তালিকায় এবার উঠে এলো তাঁদের নাম। 

দেখতে দেখতে একটা বছর শেষ। ২০২১ সালও বেশ কিছুটা টালমাটাল পরিস্থিতির মধ্যে দিয়েই শেষ হওয়ার মুখে। করোনার কোপ থেকে বাঁচতে মরিয়া বিভিন্ন মহলের কাছে এই বছর যেন এক কথায় আশীর্বাদ, ভ্যাকসিন থেকে শুরু করে সর্বত্র সতর্কতা বজায় রেখেই এই বছর ধীরে ধীরে ছন্দে ফিরেছে বিভিন্ন সেক্টর। পিছিয়ে থাকেনি সিনে দুনিয়া। পাল্লা দিয়ে মানুষের কাছে বিনোদন পৌঁছে দেওয়ার জন্য মরিয়া এই সেক্টার সর্বদাই থাকে খবরের শিরোনামে। তবে খবরের জেরে হোক বা বিতর্ক ঘিরে, বেশ কিছু সেলেব  বছর ভর হেডনাইনে এতটাই জায়গা করে নিল যে বছর সেরা সার্চ লিস্টের তালিকায় এবার উঠে এলো তাঁদের নাম। 

চলুন জেনে নেওয়া যায় ২০২১-এর (Round-up 2021) সার্চ লিস্টের Google Search List) টপে কোন কোন সেলেবের দেখা মিলছে-

Latest Videos

ইতিমধ্যেই বিভিন্ন সেক্টর শেয়ার করতে শুরু করেছে বর্ষসেরা তালিকা (Round-up 2021), তাই গুগলও ইতিমধ্যে সামনে এনেছে সার্চ লিস্টে থাকা টপ সেলেবদের  (Entertainment 2021) নাম। 

আরিয়ান খান (Aryan Khan) - কিং কান পুত্র হওয়ার দরুণ বরাবরই তিনি থাকেন লাইম লাইটে। তবে এবার এনসিবি-র হাতে পড়ে মাদক কাণ্ডে নাম জড়ানোর জন্য ২০২১-এর সেলেব সার্চ লিস্টে সবার ওপরে নিজের নামটি পেলেন আরিয়ান খান। গ্রেফহাত থেকে হাজত বাস, শাহরুখ পুত্রকে নিয়ে টানা দুমাসের নিত্য টানাপোড়েনের জেরেই এই নামের টপ সার্চে স্থান। 

আরও পড়ুন-Deepika Next Movie-অপেক্ষার ১ দিন, সরে যাবে রহস্যের চাদর,প্রহর গুনছে সিনেপ্রেমীরা

আরও পড়ুন-Deepika Padukone Fitness Tips: সূর্য নমস্কার দিয়ে দিন শুরু, দিনভর পাতে কী কী থাকে সেলেবের

২. শেহনাজ গিল (Shehnaaz Gill) - একাধিক কারণে এই সেলেব এবার বছরের সর্বাধিক সার্চ লিস্টে স্থান পেলেন। বিগ বস খ্যাত এই সেলেবের নাম সিদ্ধার্থ শুক্লার সঙ্গে জড়িয়ে যাওয়ার পর থেকেই বিভিন্ন মহলে তাঁর নাম নিয়ে শুরু হয় চর্চা। এরপর নিজেকে আমিল বদলে ফেলে শেহনাজ সকলের নজর কাড়েন। এরই মাঝে সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের খবর সামনে আসায় ঝড় বয়ে যায় বিনোদন জগতে। আর ঠিক তার সঙ্গেই আরও ভাইরাল হয়ে ওঠে এই সেলেবের নাম। চলতি বছরই তিনি বলিউডে ডেবিউ করেছেন। 

৩. রাজ কুন্দ্রা (Raj Kundra) - জুলাই মাসে গ্রেফতার করা হয় সেলেব রাজ কুন্দ্রাকে। প্রযোজনার কাজের সঙ্গে দীর্ধদিন ধরে জড়িয়ে থাকা এই ব্যক্তি নাকি গোপনে চালাচ্ছিলেন পর্ণোগ্রাফির শ্যুটিং। তার জেরেই ভাইরাল হয়ে ওঠা। তাঁকে গ্রেপপতার করা পুলিশ। শিল্পা শেট্টির জীবনেও একাধিক ঝড় বয়ে যায় এই সময়। 

৪. ভিকি কৌশল (Vicky Kaushal)- বলিউডে পা  রাকার পর বেশ কিছুটা তিনি সময় নিয়েছিলেন অভিনয় কেরিয়ারকে পাকা করতে। কিন্তু বর্তমানে তিনি সুপারস্টার উড়ি খ্যাত হ্য়ান্ডসম, সম্প্রতি ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ে উপলক্ষ্যে টানা দুই মাস ধরে সার্চ লিস্টে ট্রেন্ডে ছিলেন তিনি। 

Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury