সারার কোলে উঠেই হাউ হাউ করে কেঁদে ফেলল জেহ, চরম ট্রোলের মুখে পড়ল দিদি

নিজের সোশ্যাল মিডিয়ায় জেহ-র জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ ছবিও পোস্ট করেছেন করিনা কাপুর। যেখানে চার ছেলে মেয়ে সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জেহ-র ছবি তুলতে ব্যস্ত বাবা সইফ। ছবিতে বড় মেয়ে সারা আলি খানের (Sara Ali Khan) কোলে দেখা গিয়েছে ছোট ভাই জেহকে। এবং তৈমুরও চড়েছেন বড় দাদা ইব্রাহিমের কাঁধে। তবে সারার কোলে জেহকে কাঁদতে দেখা গেছে ইব্রাহিমের দিকে তাকিয়ে। এই ছবি দেখেই নেটিজেনরা মন্তব্য করতে পিছপা হননি। একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু তৈমুর নিজের খেয়ালেই রয়েছে। তার চোখে-মুখে দুষ্টুমির ছাপ। নিজের মর্জি মতো সে নিজের কাজে ব্যস্ত। সকলের পিছনে দাঁড়িয়ে সন্তানদের আগলে রেখেছেন সইফ আলি খান (Saif Ali Khan) । এই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করিনা (Kareena kapoor) লিখলেন, অ্যালবামে বাধিয়ে রাখার মতো ছবি। ঝড়ের গতিতে এই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

বলিউডের অন্যতম নবাব পাওয়ার কাপল সইফ আলি খান ও  করিনা কাপুর খান সর্বদাই শিরোনামে থাকেন। ৫০ বছরে ফের সন্তানের বাবা হয়েছেন সইফ আলি খান।  বিয়ে-সন্তান-সম্পর্ক নিয়ে সবসময়েই লাইমলাইটে থাকেন সইফিনা জুটি। পতৌদির ছোটে নবাব যেন বলিউডের অ্যাংরি ইয়াং ম্যান। ৪ সন্তানের বাবা হওয়ার পরও নিজেকে যেন কঠোর ভাবে ধরে রেখেছেন সইফ। সম্প্রতি ছোট ছেলে জেহ অর্থাৎ জাহাঙ্গীর আলি খানের প্রথম জন্মদিন সেলিব্রেট করেছেন কাপুর পরিবার। জন্মদিনের সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন করিনা কাপুর খান। 

নিজের সোশ্যাল মিডিয়ায় জেহ-র জন্মদিন উপলক্ষ্যে একগুচ্ছ ছবিও পোস্ট করেছেন করিনা কাপুর। যেখানে চার ছেলে মেয়ে সারা আলি খান, ইব্রাহিম আলি খান, তৈমুর আলি খান এবং জেহ-র ছবি তুলতে ব্যস্ত বাবা সইফ। ছবিতে বড় মেয়ে  সারা আলি খানের কোলে দেখা গিয়েছে ছোট ভাই জেহকে। এবং তৈমুরও চড়েছেন বড় দাদা ইব্রাহিমের কাঁধে। তবে সারার কোলে জেহকে কাঁদতে দেখা গেছে ইব্রাহিমের দিকে তাকিয়ে। এই ছবি দেখেই নেটিজেনরা মন্তব্য করতে পিছপা হননি। একাধিক মন্তব্যে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা। কিন্তু তৈমুর নিজের খেয়ালেই রয়েছে। তার চোখে-মুখে দুষ্টুমির ছাপ। নিজের মর্জি মতো সে নিজের কাজে ব্যস্ত। সকলের পিছনে দাঁড়িয়ে সন্তানদের আগলে রেখেছেন  সইফ আলি খান। এই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে করিনা লিখলেন, অ্যালবামে বাধিয়ে রাখার মতো ছবি। ঝড়ের গতিতে এই ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

Latest Videos

 

 

আরও পড়ুন-প্রেগন্যান্সি গুঞ্জনের পরই প্রথমবার প্রকাশ্যে ফারহান-শিবানী, মিষ্টিমুখ করালেন তারকা জুটি

আরও পড়ুন-রেড হট লুকে গর্জিয়াস ঐশ্বর্য, আম্বানির ছেলের বিয়ের টুইনিং পোশাকে নজর কাড়ল আরাধ্যা

আরও পড়ুন-অনাবৃত উরুতে শিহরণ, বক্ষ-বিভাজিকার গভীর খাঁজে যৌন আবেদন ঝুমা বউদির

 

জেহ-র জন্মদিনে কাটানো পারিবারিক মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়াতেও শেয়ার করেছেন সারা আলি খান। লেস কাট সাদা শর্ট ড্রেসে ভাইয়ের বার্থ-ডে নজরে কেড়েছেন সার।  চার সন্তানের সঙ্গে সইফের বন্ডিংও ক্যামেরায় ধরা পড়েছে। রুফটপে তোলা পতৌদি পরিবারের মুহূর্তগুলি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে। ২০১২ সালে বিয়ে হয় করিনা-সইফের। তারপর থেকে ৯ বছর ধরে চুটিয়ে সংসার করেছেন নবাব কাপল। ৪০ বছর বয়সী বলি অভিনেত্রী করিনা কাপুর খানও চার সন্তানের মা।  সারা ও ইব্রাহিমের সঙ্গে ভাল সম্পর্ক করিনার। বন্ধুর মতোই তাদের সঙ্গে মেশেন করিনা কাপুর। কখনওই মা-এর মতো করে মিশতে চান না করিনা। বলিউডের প্রথম সারিতে নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন সইফ কন্যা সারা আলি খান। কেরিয়ারের শুরু থেকেই বলিউডের টপমোস্টদের সঙ্গে একের পর এক ছবিতে অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করে দিয়েছেন। 'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে নেটদুনিয়ার 'হট সেনসেশন' সারা আলি খান। লাভ আজ কাল অভিনেত্রীর ফ্যাশন স্টেটমেন্ট  সর্বদাই নজর কাড়ে ফ্যাশন বোদ্ধাদের। কীভাবে হটকে ফ্যাশন গোল দিতে হয় তা সারা বেশ ভালই  জানেন বলে মেনে নিয়েছেন ফ্যাশনিস্তারা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Mamata Banerjee আজ TMC-র মুখ্যমন্ত্রী আছেন কাল জামাতের মুখ্যমন্ত্রী হবেন’ বিস্ফোরক Sukanta Majumdar
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল
PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
ক্যানিং-এ এসে ভেবেছিল ঘাপটি মেরে লুকিয়ে থাকবে! রাতেই গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি | Canning News Today