বক্ষের একাংশই উন্মুক্ত, উরফির বুকের হটকায় চোখ আটকে নেটিজেনদের

Published : Feb 22, 2022, 11:23 AM IST
বক্ষের একাংশই উন্মুক্ত, উরফির বুকের হটকায় চোখ আটকে নেটিজেনদের

সংক্ষিপ্ত

রাতের ঘুম কাড়তে যে তিনি পুরোপুরি সিদ্ধহস্ত তা সকলেই জানেন। ফের সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ হট অবতারের ছবি শেয়ার করে ভক্তদের মনে ধুকপুকানি বাড়িয়ে দিলেন উরফি জাভেদ। নিজের ইনস্টগ্রামে লাস্যময়ী ভঙ্গিতে ছবি পোস্ট করলেন করলেন উরফি  (Urfi Javed) , যা দেখেই ঘায়েল হয়েছেন ভক্তরা। ভরা যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। উরফির এই ছবিতেই বোল্ড আউট ভক্তরা। উরফির সোশ্যালে কোনও ছবি পোস্ট হতে না হতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। এবারও তেমনটাই হল। মাত্র কয়েকঘন্টার মধ্যে লাইকের সংখ্যা উপচে পড়েছে।

রাতের ঘুম কাড়তে যে তিনি পুরোপুরি সিদ্ধহস্ত তা সকলেই জানেন। ফের সোশ্যাল মিডিয়ায় নিজের একগুচ্ছ হট অবতারের ছবি শেয়ার করে ভক্তদের মনে ধুকপুকানি বাড়িয়ে দিলেন উরফি জাভেগ। নিজের ইনস্টগ্রামে লাস্যময়ী ভঙ্গিতে ছবি পোস্ট করলেন করলেন উরফি  (Urfi Javed) , যা দেখেই ঘায়েল হয়েছেন ভক্তরা। ভরা যৌবন যেন ঠিকরে বেরোচ্ছে। উরফির এই ছবিতেই বোল্ড আউট ভক্তরা। উরফির সোশ্যালে কোনও ছবি পোস্ট হতে না হতেই তা নিমেষে ভাইরাল হয়ে যায়। এবারও তেমনটাই হল। মাত্র কয়েকঘন্টার মধ্যে লাইকের সংখ্যা উপচে পড়েছে।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় আকাশি রঙের শর্ট ড্রেসে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বলি সেনসেশন উরফি জাভেদ (Urfi Javed )। আকাশি রঙের শর্ট ড্রেসে বুকের সামনে শুধু একটা গিঁট বাধা। বক্ষের একাংশই উন্মুক্ত,খোলামেলা পোশাকে ফের নেটদুনিয়ায় আগুন জ্বালালেন উরফি। তার লাস্যভরা শরীকে যৌনতা যেন উপচে পড়ছে। তার সৌন্দর্যে কুপোকাত হয়েছেন ভক্তরা । শরীরে যে  অন্তর্বাস রাখতে মোটেই পছন্দ করেন না উরফি জাভেদ। তাই বেশিরভাগ সময়েই অন্তর্বাস না পরেই প্রকাশ্যে পাপারাৎজির ক্যামেরায় পোজ দিতে চলে আসেন ইন্টারনেট সেনসেশন উরফি জাভেদ  (Urfi Javed)  । আর এবারও তার অন্যথা হল না। অন্তর্বাস না পরেই ফের নয়া স্টাইল স্টেটমেন্টে ঝড় তুললেন উরফি জাভেদ। 

 

 

কানে বড় দুল, বুকচেরা পোশাকে নেটপাড়ায় এখন উরফি ঝড়।  গিঁটবাঁধা পোশাকের হটকাতেই চোখ আটকে  নেটিজেনদের। উদ্ভট পোশাকের জন্য হামেশাই চর্চায় থাকেন উরফি জাভেদ। যৌন আবেদন বাড়িয়ে তুলতে জুড়ি মেলা ভার হট সেনসেশনের। তিনি যে সকলের চেয়ে আলাদা তা হাবেভাবেই বুঝিয়ে দিচ্ছেন উরফি। পোশাক বিতর্ক এবং উরফি জাভেদ এটা যেন বলিউডের সমার্থক শব্দ। বিতর্কে থাকার জন্য যেন মুখিয়ে থাকেন বিগবস ওটিটি-র প্রতিযোগী। পোশাকে নিয়ে এক্সপেরিমেন্ট করতে গিয়েই ট্রোলের শিকার হলেও এটাই বেশি পছন্দ উরফির (Urfi Javed ) ।  কাটাছেড়া পোশাকের জন্য যেমন ট্রোলড হন উরফি জাভেদ তেমনই এই পোশাকের জন্য জনপ্রিয়তা তুঙ্গে উরফির।গত কয়েকমাসে হু হু করে বেড়ে গিয়েছে উরফির (Urfi Javed) জনপ্রিয়তা। প্রতিনিয়ত উদ্ভট ফ্যাশনে অন ক্যামেরায় ভক্তদের পাগল করে দিচ্ছেন উরফি জাভেদ, যা দেখেই কালঘাম ছুটছে ভক্তদের। অভিনয় দক্ষতা দিয়ে নয়, বরং উদ্ভট ফ্যাশন স্টেটমেন্ট শিরোনামে সর্বদাই থাকেন উরফি জাভেদ। যদিও উরফি জাভেদের ফ্যাশন সেন্স নিয়ে চর্চা হওয়াটা নিত্য নতুন কোনও ঘটনা নয়। বরং পোশাকের কারণেই বারেবারে শিরোনামে উঠে আসছেন উরফি জাভেদ (Urfi Javed)। তার কাটাছেড়া পোশাক, শরীরী উষ্ণতা জমিয়ে উপভোগ করছেন ভক্তরা।  বিতর্কিত পোশাক থেকে মন্তব্যে সবেতই পারদর্শী উরফি। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?