জনসমক্ষে জ্যাকলিনকে চেপে ধরে KISS সলমনের, ছি-ছিক্কারে ভরে গেল ভাইরাল ভিডিও

Published : Jan 25, 2021, 03:05 PM IST
জনসমক্ষে জ্যাকলিনকে চেপে ধরে KISS সলমনের, ছি-ছিক্কারে ভরে গেল ভাইরাল ভিডিও

সংক্ষিপ্ত

চলছে রিয়্যালিটি শো  তারই মাঝে এ কী করছেন সলমন-জ্যাকলিন  জ্যাকলিন ফারন্যানডিজের সঙ্গে ঘনিষ্ঠতায় মত্ত সলমন খান  ভিডিওতে ভাইরাল হলেন দুই সেলেব 

সলমন খানের মত ব্যাচিলারেট জীবন কে না চায়। নারীবেষ্টিত তাঁর জীবনে নেই কোনও অভাব। তাঁর এক ডাকে সারা দেন ক্যাটকিনা কাইফ, ইউলিয়া ভান্তুর, জ্যাকলিন ফারন্যানডিজ, সোনাক্ষী সিনহার মত সকল অভিনেত্রীরা। তাঁদের নিয়ে নানা বিতর্ক তৈরি হলেও সলমনের তাতে বিশেষ কিছু যায় আসে না। সকলের সঙ্গে সলমনের লিঙ্ক আপের খবর ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের পাতায়। তবে ভাইজানের বান্ধবীরদের তালিকা এখনও অটুট। 

সলমন খানের সঙ্গে জ্যাকলিনের নাম জড়ায় অবশ্য অন্য কারণে। সলমনের যে বিদেশিনীদের প্রতি কিঞ্চিৎ দুর্বলতা আছে তা কমবেশি সকলেই জানে। ক্যাটরিনার পর তিনি জ্যাকলিনের প্রেমই পড়েছিলেন বলে জানা যায়। বলিউডে ডেবিউ ফ্লপ হওয়ার পরই সলমনের হাত ধরেই জনপ্রিয়তার শীর্ষে ওঠেন জ্যাকি। ঘনিষ্ঠতাও বাড়ছে ক্রমশ। সেই ঘনিষ্ঠতার জেরেই সম্প্রতি ভাইরাল হল একটি ভিডিও। যেখানে তাঁদের চুম্বনে মত্ত হতে দেখা গিয়েছে। একটি রিয়্যালিটি অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

 

 

যেখানে জ্যাকলিনকে জড়িয়ে ধরে তাঁর গলায় কিস করছেন সলমন। যা দেখে নেটিজেনরা কুমন্তব্য করা শুরু করেছেন কমেন্ট সেকশনে। কেরিয়ার এখন ডুবছে তার কারণেই জ্যাকলিন সলমনের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছেন। সলমনের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক অনেকদিনের, তাই আর ক্যামেরার সামনে চেপে রাখতে পারেননি। এই ধরণের নানা মন্তব্যে ভরে যাচ্ছে সোশ্যাল মিডিয়া। সলমনের সঙ্গে বারে বারে বিভিন্ন জায়গায় দেখা যেতে থাকে জ্যাকলিনকে। লকডাউন চলাকালীন সলমনের ফার্মহাউজে বহুদিন ছিলেন জ্যাকলিন।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

মহারাষ্ট্র পৌরসভা নির্বাচনে সপরিবারে ভোট দিতে গেলেন আমির খান, কী বললেন অভিনেতা
শাহরুখ খানের রেস্তোরাঁয় আলিয়া-রণবীরের নাচ, মুহূর্তে ভাইরাল হল ভিডিও