চুলবুল পান্ডে নয়, এবার বক্স অফিসে ছক্কা হাঁকালেন রাধে, দেশের বাইরেও সালমান ঝড়

Published : May 17, 2021, 11:13 AM IST
চুলবুল পান্ডে নয়, এবার বক্স অফিসে ছক্কা হাঁকালেন রাধে, দেশের বাইরেও সালমান ঝড়

সংক্ষিপ্ত

লকডাউন এর মাঝেই বক্সঅফিসে ছয় দেশে-বিদেশে সর্বত্র কেবলই রাধে চুলবুল পান্ডে নয় এবার রাধে ঝড় প্রথম সপ্তাহ শেষে কত কোটির প্রত্যাশা

লকডাউন এর মাঝে ইদের উপহার নিয়ে হাজির সলমন খান। মুক্তি পেলো বহুল প্রতিক্ষীত ছবি রাধে। কথা দিয়েছিলেন ইদেই হাজির হবেন ভাইজান। বক্সঅফিস লাভ-ক্ষতি কোন কিছু কথা না ভেবেই ভক্তদের উপহার দিলেন সলমন। ওটিটি থেকে শুরু করে বিদেশের বুকে প্রেক্ষাগৃহ, রমরমিয়ে চলছে ভাইজানের রাধে।

আরও পড়ুন- লকডাউনে মনের যত্ন নিন, কঠিন সময় কীভাবে সুস্থ ও চিন্তামুক্ত থাকা যায়, টিপস দিলেন মিমি 

প্রথম দিনই এই ছবি দেখার জন্য ভিড় জমিয়েছিলেন ৪.৫ মিলিয়ন দর্শক। পাশাপাশি ইতিমধ্যে ১৮৩ কোটি ঘরে তুলতে পেরেছে এই ছবি। বিশেষজ্ঞদের মত, প্রথম সপ্তাহের শেষে এই ছবি আড়াই কোটির ক্লাবে নাম লেখাবে। তবে এখানেই শেষ নয়, নিউজিল্যান্ড, আরব, অস্ট্রেলিয়ার মতো জায়গাতেও প্রেক্ষাগৃহে ভিড় জমাচ্ছে ভক্তরা। 

লকডাউন এর মাঝে এইভাবে সাড়া পাবেন সালমান খান তিনি নিজেও বিশ্বাস করেননি। ছবি মুক্তির সাংবাদিক বৈঠকে এসে তিনি নিজেই জানিয়েছিলেন এবছর বক্সঅফিসের দৌড়ের জন্য নয়, সাধারণ মানুষকে খানিক আনন্দ দেওয়ার জন্যই রাধের মুক্তি। তবে সেই পরিস্থিতিতে থেমে থাকেনি ভাইজানের কালেকশন সফর। যদিও নেট মহলে ছবি নিয়ে নানা সমালোচনা হলেও, ভক্তমহেল এখন রাধে ঝড় বর্তমান। 

PREV
click me!

Recommended Stories

রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?
Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে