Shrikant Shivade Death: ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত সলমন- সইফের আইনজীবী শ্রীকান্ত শিভড়ে

প্রয়াত হলেন বিখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিভড়ে। মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে শ্রীকান্ত শিভড়ের শরীরে দীর্ঘদিন ধরেই মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছিল। এবং অনেকদিন ধরেই এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শ্রীকান্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। 

ফের দুঃসংবাদ বি-টাউনে। বলিউডের খারাপ সময় যেন আর কাটছে না। কেউ কোনও সমস্যায় পড়লেই নিমেষে সমস্যার সমাধান করে দিতেন বিখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিভড়ে। তা চাইলেও আর সম্ভব হবে না। প্রয়াত হলেন বিখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিভড়ে (Shrikant Shivade)। মহারাষ্ট্রের একটি বেসরকারি হাসপাতালে বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন। হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে শ্রীকান্ত শিভড়ের শরীরে দীর্ঘদিন ধরেই মারণ রোগ ক্যান্সার বাসা বেঁধেছিল ( Blood Cancer,)। এবং অনেকদিন ধরেই এই রোগের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শ্রীকান্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র ৬৭ বছর। বিখ্যাত আইনজীবী শ্রীকান্ত শিভড়ের মৃত্যুর খবরে যেন শোকের ছায়া নেমে এসেছে।


শ্রীকান্ত শিভড়ে নামটাই যথেষ্ঠ। কর্মজীবনে একাধিক হাই প্রোফাইল মামলা লড়েছেন  এই আইনজীবী। বি-টাউনের একাধিক হাই প্রোফাইল মামলার কারণে একাধিকবার শিরোনামে উঠে এসেছিলেন মহারাষ্ট্রের এই আইনজীবী। সলমন খান থেকে (Saif Ali Khan) সইফ আলি খান, শাইনি আহুজার মতো একাধিক বলি তারকারা শ্রীকান্ত শিভড়ের মক্কেল ছিলেন।  হিরে ব্যবসায়ী ভরত শাহও ছিলেন শ্রীকান্ত শিভড়ের মক্কেলের তালিকায়। সলমন খান (Salman Khan) হিট অ্যান্ড রান কেসে এই শ্রীকান্ত শিভড়েই তার হয়ে লড়াই করেছিলেন। এবং ২০১৫ সালে সলমন খানকে বেকসুর খালাস করেছে বম্বে হাইকোর্ট। এখানে শেষ নয়, ধর্ষণে অভিযুক্ত বলি-অভিনেত শাইনি আহুজার হয়ে আদালতে মামলা লড়েছিলেন শ্রীকান্ত শিভড়ে (Shrikant Shivade passes away )। 

Latest Videos

আরও পড়ুন- ব্লাউজের নিচ দিয়ে বেরিয়ে গেল স্তনের একাংশ, শাড়িতে নয় উরফির ক্লিভেজে চোখ আটকে নেটিজেনদের

আরও পড়ুন-অন্তর্বাস না পরে 'Morning Walk' -এ বেরোলেন মালাইকা, নির্লজ্জ পোশাকে নায়িকাকে দেখে রেগে আগুন নেটপাড়া

আরও পড়ুন-Priyanka Chopra : 'বিয়ের পর মঙ্গলসূত্র পরা কি আদৌ উচিত', কেমন অভিজ্ঞতা হয়েছিল প্রিয়ঙ্কার

এখানেই শেষ নয়, একাধিক কঠিন কেসের নিমেষে সমাধান করেছেন শ্রীকান্ত শিভড়ে (Shrikant Shivade passes away ) । বি-টাউনের একাধিক সেলেবদের বড় বড় কেসের সুরাহা করেছেন  মহারাষ্ট্রের এই আইনজীবী।  ২০০২ সালে হিট অ্যান্ড রান কেসে জড়িয়েছিলেন বলিউড অভিনেতা সলমন খান। দীর্ঘ ১৩ বছর ধরে চলেছিল এই কেস। অবশেষে ১৩ বছর পর বম্বে হাইকোর্ট জানিয়েছিল, সলমন কাউকে হত্যা করেননি। এবং নিম্ন আদালতের তদন্তেই গোলযোগ ছিল। সলমন খান (Salman Khan) হিট অ্যান্ড রান কেসে এই শ্রীকান্ত শিভড়েই তার হয়ে লড়াই করেছিলেন। এখানেই শেষ নয় তালিকা। ২জি  স্পেক্ট্রাম কান্ডে দুই অভিযুক্তর হয়ে আদালতে মামলা লড়েছিলেন শ্রীকান্ত শিভড়ে। এমনকী বছর খানেক আগে শিনা বরা হত্যাকান্ডে প্রাক্তন মিডিয়া ব্যারন পিটার মুখোপাধ্যায় -এর হয়ে আদালতে মামলা লড়েছিলেন শ্রীকান্ত শিভড়ে। গ্রেফতারির ৪ বছরের বেশি সময় পেরিয়ে  গেলেও গত ২০২০ সালে অবশেষে জামিন পেয়েছিলেন পিটার মুখোপাধ্যায়।

Share this article
click me!

Latest Videos

Malda-র রাস্তায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি! সচেতনার বার্তা র‍্যালির মাধ্যমে
RG Kar Case Update Today : চাইলেন না চরম শাস্তি! মোক্ষম চাল দিলো অভয়ার পরিবার | Calcutta High Court
এবার আগুনের গ্রাসে অন্য এলাকা! পুড়ছে স্যান দিয়েগো কাউন্টির একাধিক অংশ San Diego fire | Wildfires
Suvendu on Kartik Maharaj : কেন পদ্মশ্রী পাচ্ছেন কার্তিক মহারাজ? খোলসা করে সবটাই বললেন শুভেন্দু
Suvendu on Trump : ডোনাল্ড ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ শুভেন্দু অধিকারী, কারন জানলে অবাক হবেন