'তোমাকে আজীবন ভালবেসে যাব', করোনা আতঙ্কের মাঝেই কাছের মানুষকে হারালেন সলমন

  • করোনা আতঙ্কের একের পর এক মানুষ প্রাণ হারাচ্ছে।
  • অসংখ্য মানুষ হারিয়েছে তাদের প্রিয়জনকে।
  • এমন মহামারীর মাঝে সলমন খানও হারিয়ে বসলেন নিজের কাছের জনকে।

Adrika Das | Published : Mar 31, 2020 4:24 AM IST / Updated: Mar 31 2020, 10:00 AM IST

করোনা আতঙ্কে সকলে গৃহবন্দি। কোনও ভাবে যেন এই মহামারী ছুঁতে না পারে কাউকে, যার কারণে আতঙ্কে কাটাচ্ছে গোটা বিশ্বের মানুষ। ভারতে সংক্রমকের সংখ্যা ছাড়িয়েছে হাজারেরও বেশি। এই মহামারীর মত অবস্থায় নিজের কাছের জনকে হারিয়ে বসলেন সলমন খান। 

আরও পড়ুনঃএকটানা স্নান না করে দিন কাটাচ্ছেন মিয়া, কোয়ারেন্টাইনে ফাঁস হল সত্য

আরও পড়ুনঃএখন-তখন চ্যালেঞ্জে মাতলেন তৃণা, নস্টালজিয়ায় ভরল নেটদুনিয়া

 

 

আবদুল্লাহ খান, সলমনের ভাইপো। ফুসফুসে সংক্রমণের কারণে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি ছিলেন আবদুল্লাহ। দিন কতক আগে থেকেই শরীরের নানা সমস্যার দেখা দিতে থাকে। ফুসফুসে সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় আবদুল্লাহর আবস্থার অবনতি হতে থাকে। আজ ভোর রাত শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল্লাহ। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৮। 

আরও পড়ুনঃফিরছে শক্তিমান, লকডাউনের মাঝে নস্টালজিয়ায় গা ভাসাতে চলেছে গোটা দেশ

নিজের ট্যুইটার হ্যান্ডেলে আবদুল্লাহর সঙ্গে একটি পুরনো ছবি পোস্ট করে সলমন লিখেছেন, তোমাকে সারাজীবন ভালবেসে যাব। সলমনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করেছেন ডেউজি শাহ এবং সলমনের অ্যালেজেড প্রেমিকা ইউলিয়া ভান্তুর। 

আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

​​​​​​​আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল
 

Share this article
click me!