সংক্ষিপ্ত
- রামায়ণ ও মহাভারতের হাত ধরে ফিরছে নস্টালজিয়া।
- এবার তালিকায় নাম লেখালো শক্তিমানও।
- ইনস্টাগ্রামে ভিডিও পোস্টে মুকেশ খান্নার বিশেষ বার্তা।
রামায়ণ ও মহাভারত। এবার শক্তিমান। একে একে নস্টালজিয়ার দুনিয়ায় ফিরছে দেশবাসী। নব্বইয়ের দশকের সমস্ত ছেলেমেয়েদের জীবনে প্রথম সুপারহিরো ছিল শক্তিমান। ব্যাটম্যান, সুপারম্যানের জমানায় শক্তিমান ছিল এক আবেগের জায়গা। মাস খানেক আগেও, ইউটিউবে সার্চ করলে হয়তো টুকরো টুকরো দৃশ্য পাওয়া যেত মুকেশ খান্না অভিনীত শক্তিমানের।
আরও পড়ুনঃ'ভাইরাস ভার্সান ২০২০' পুরোপুরি মুছে দিতে চান অমিতাভ, কিন্তু কেন
এবার আর টুকরো টুকরো দৃশ্য নয়, গোটা শক্তিমান সিরিজ নিয়ে আসছে দূরদর্শন। রামায়ণ এবং মহাভারতের পুনঃসম্প্রচার নিয়ে যেখানে দেশবাসী উৎসাহিত, সেখানেই শক্তিমানের পুনঃসম্প্রচার যেন উপড়ি পাওনা হিসেবে পেল সকলে। মুকেশ খান্নার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন রামায়ণ ও মহাভারতের পর আসতে চলেছে তাঁর জনপ্রিয় ধারাবাহিক শক্তিমান।
আরও পড়ুনঃলকডাউনেও নিজের 'ট্রিপ' নিয়ে ব্যস্ত ঐন্দ্রিলা, ঘোরার প্ল্যান শেয়ার করলেন সোশ্যাল মিডিয়ায়
লকডাউনের পর থেকেই ফেসবুকে নানা অনুরোধ আসতে থাকে স্টেটাসের মাধ্যমে। বিশেষত নব্বই দশকের সকলের ছেলেমেয়েরাই শক্তিমান সহ শাহরুখ খানের সার্কাস, ফৌজিরও পুনঃসম্প্রচারের অনুরোধ করতে থাকে। গত সপ্তাহ থেকেই অনুরোধ গুলি এত পরিমাণ ভাইরাল হয় যে অনেকগুলবি ধারাবাহিক পুনঃসম্প্রচার করার ব্যবস্থা করেছে দূরদর্শন।
আরও পড়ুনঃকরোনা মোকাবিলায় রক্ষা করুন নিজেকে, মেনে চলুন 'হু' এর পরামর্শ
আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা
আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস
আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল